‘ব্ল্যাক পারফিউম’
ছাও ফাং (lcy), ১৯৮২ সালের ৬ মে চীনের ইউনান প্রদেশের শিশুয়াংবাননায় জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল ভূখণ্ডের একজন গায়িকা, গীতিকার এবং সঙ্গীত প্রযোজক। আজকের অনুষ্ঠানে গায়িকা ছাও ফাংয়ের ‘গান গাই এবং সূর্যাস্তের জন্য অপেক্ষা করি’ অ্যালবামের কয়েকটি গান শোনাবো।
‘ব্ল্যাক পারফিউম’ হল ছাও ফাং-এর প্রথম ব্যক্তিগত সঙ্গীত অ্যালবাম যা ২০০৩ সালের ১ অক্টোবর প্রকাশিত হয়। এতে মোট ১২টি গান রয়েছে এবং অ্যালবামের প্রযোজক শিয়াও খ্য। ২০০৪ সালে অ্যালবামটি চতুর্থ চায়নিজ মিউজিক মিডিয়া অ্যাওয়ার্ডের শীর্ষ দশ চীনা রেকর্ডের একটি হিসেবে মনোনীত হয় এবং ছাও ফাং এই অ্যালবামের জন্য এশিয়া-প্যাসিফিক মিউজিক লিস্টে বছরের সেরা পুরস্কারের জন্য প্রস্তুতকৃত সংক্ষিপ্ত তালিকাভুক্ত হন।
২০০০ সালে ছাও ফাং "শিংওয়াং প্রথম কলেজ অরিজিনাল মিউজিক কম্পিটিশন"-এ অংশগ্রহণ করার সময় প্রতিযোগিতার বিচারক শিয়াও খ্য-এর সঙ্গে পরিচিত হন। তখন ছাও ফাংয়ের পড়াশোনার মেজর ছিল ইংরেজি, তাই তার জন্য পশ্চিমা সঙ্গীত বোঝা ছিল সহজ। তিনি ইংরেজিতে গান লেখার চেষ্টা করেন। সেই সময়ে, শিয়াও খ্য ছাও ফাংয়ের লেখা "So coo" গানের আসল সংস্করণটি শুনেছিলেন তিনি। শিয়াও খ্য তাকে প্রথমে কলেজ শেষ করতে বলেন। তাই ছাও ফাং পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ছেংদুতে ফিরে আসেন। তবে গান লেখা ছেড়ে দেননি তিনি।
বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর, ছাও ফাং শিয়াও খ্য-এর সহকারী হন তিনি। একদিন শিয়াও খ্য তাকে জিজ্ঞাসা করলেন: “তুমি কতগুলো গান লিখেছ?’ ছাও ফাং জানালেন ৩০টিরও বেশি। শুনে শিয়াও খ্য তার জন্য একটি একক অ্যালবাম প্রস্তুত করতে শুরু করেন এবং তার প্রথম অ্যালবাম "ব্ল্যাক পারফিউম" এর জন্ম হয়। অ্যালবামটিতে ছাও ফাংয়ের রচিত ১২টি গান রয়েছে, যার মধ্যে রয়েছে সাধারণ লোক গান, পপ গান, ব্রিটপপ, থিপ-হপ, ইলেকট্রনিক, নিউ এজ, বোসা নোভা, ইত্যাদি রয়েছে। প্রযোজনা দলে ছিলেন প্রযোজক শিয়াও খ্য, সঙ্গীতশিল্পী ওয়াং শিয়াও তুং, গিটারিস্ট লি ইয়ানলিয়াং, বেসিস্ট লি চিয়ান, ড্রামার জেং ছাও হুই এবং অন্যান্যরা।