চৌ বিছাং
২০০৯ সালে চৌ বিছাংয়ের ক্যারিয়ার নতুন পর্যায়ে উন্নীত হয়। তিনি বিনোদন কোম্পানি টাইফুন গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে, তাঁর চতুর্থ অ্যালবাম ‘সময়’ প্রকাশ করেন। অ্যালবামটি প্রকাশিত হবার পর চীনের মূল-ভূখন্ডে বিক্রির পরিমাণ বছরের শীর্ষে ছিল। তিনি প্রথমবারের মতো ‘ঋতু’ নামে ইংরেজি গান গাইতে শুরু করেন। গানটিতে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রেমিকের জন্য গভীর ভালবাসার আকুলতা প্রকাশিত হয়।
২০১০ সালের ১৮ জুন, চৌ বিছাং নতুন লম্বা চুলের প্রতিমূর্তীতে তার পঞ্চম অ্যালবাম প্রকাশ করেন। উল্লেখযোগ্য, অ্যালবামে রাখা ‘আই মিস ইউ মিসিং মি’ ইংরেজী গানটি ছিল যুক্তরাষ্ট্রের গ্র্যামি পুরস্কার বিজয়ী সংগীতজ্ঞ ডায়ান ওয়ারেন প্রথমবারের মতো কোনো চীনা গায়ক-গায়িকার জন্য সৃষ্ট গান। তাহলে বন্ধুরা, এখন আমি অবশ্যই চৌ বিছাংয়ের ইংরেজী গান ‘আই মিস ইউ মিসিং মি’ আপনাদের শোনাচ্ছি। কেমন? সঙ্গে সঙ্গে শুনব, তার অন্য একটি গান ‘দ্য ওম্যান নেক্সট ডোর’।
প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে গানটি? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজ ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের চৌ বিছাংয়ের আরও একটি গান শোনাব। গানের নাম ‘শুভরাত্রির কথা’।