‘একচেটিয়া স্মৃতি’
বন্ধুরা, এখন শুনুন ‘তোমাকে পছন্দ করি’ গানটি। গানটি গেয়েছে চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের বিখ্যাত সঙ্গীত ব্যান্ড ‘বিয়ন্ড’। গানের কথাগুলো এমন: গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর বাতাসে সন্ধ্যার সময় রাস্তা ভিজে যায়। বৃষ্টি মুছতে মুছতে অকারণে চোখ তুলে তাকাই। নির্জন সন্ধ্যার আলোর দিকে তাকিয়ে এটা সেই দুঃখের স্মৃতি। আমার হৃদয়ে অগণিত আকাঙ্ক্ষা আবার জেগে ওঠে। আগের মুহূর্তগুলোর হাসি এখনো আমার মুখে লেগে আছে। আমি আশা করি তুমি এই মুহূর্তে জানতে পারবে।
আচ্ছা, শুনুন গানটি।
বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাতে চাই আরেকটি প্রেমের গান, গানের নাম ‘এই জীবনে শুধু একজনকে ভালোবাসি’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
শ্রোতাবন্ধুরা, আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও গান হবে, কথাও হবে।