‘অর্ধচন্দ্র’
সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।
বন্ধুরা, আপনারা শুনছিলেন ‘চাঁদ ধার করা’ শীর্ষক গান। প্রতি অনুষ্ঠানে আপনাদের জন্য আমি চীনা গান তুলে ধরার চেষ্টা করি। আজকের অনুষ্ঠানে আমরা ভিন্ন ধরণের কিছু গান শুনবো। আজকের বিষয় হলো 'চীনের প্রাচীন সংগীত'। 'চীনের প্রাচীন সংগীত' মানে কী? এ গানগুলোর কী বৈশিষ্ট্য আছে? গান শুনলেই এসব প্রশ্নের উত্তর জানা হবে আপনাদের। তাহলে এখন আমরা একটি গান শুনবো। বন্ধুরা, শুনুন তাহলে 'হাজার বছরের গ্লাস-শিল্প' শীর্ষক একটি প্রাচীন গান।
বন্ধুরা, আপনারা শুনছিলেন ‘অর্ধচন্দ্র’ শীর্ষক গান। আপনারা যদি নিজেদের পছন্দের কোনো গান শুনতে চান, তাহলে আমাদের জানাবেন। অনুষ্ঠানে আপনাদের প্রিয় গানগুলো প্রচার করা হবে। আপনাদের সমর্থন হবে আমাদের মূল চালিকাশক্তি। আগেই বলেছি, আজকে আমরা চীনের প্রাচীন বিষয়বস্তু নিয়ে রচিত গান শোনাচ্ছি। আমি আশা করছি, গানগুলো শুনে আপনারা চীনের প্রাচীন সংগীতের মাধ্যমে চীনের সংস্কৃতি অনুভব করবেন, চীনকে ভালোবাসবেন। এখন প্রচার করছি ‘একাকী আকাশ’ শীর্ষক গান।
বন্ধুরা, আপনারা শুনছিলেন ‘একাকী আকাশ’ শীর্ষক গানটি। চীনা সভ্যতা ও সংস্কৃতির ইতিহাস হাজার হাজার বছরের। বিভিন্ন রাজবংশ আমলে বিভিন্ন ধরণের সংগীতের অস্তিত্ব ছিল। চীনের ঐতিহ্যগত বাদ্যযন্ত্রের সুর খুবই আকর্ষণীয়। এ ছাড়া, সাধারণত এ ধরণের সংগীতে চীনা বিভিন্ন অপেরার শৈলী এবং প্রাকৃতিক পরিবেশের শব্দ ব্যবহৃত হয়। এখন আমি আপনাদেরকে ‘চীনা শৈলী’ শীর্ষক গান শোনাবো। গানটিতে পানি ও পাখির শব্দ ব্যবহৃত হয়েছে। আশা করি, বন্ধুরা গাটি পছন্দ করবেন।
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।