বাংলা

‘শেষ বাস’

CMGPublished: 2024-10-10 10:52:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজকের অনুষ্ঠানে চীনের একজন বিশেষ গায়কের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম সিয়াও হুয়াং ছি। তিনি অন্ধ মানুষ। মাধ্যমিক স্কুল থেকে তিনি গান লিখতে ও গাইতে শুরু করেন। তার অনেক গান বেশ জনপ্রিয় এবং অনেক মানুষকে উত্সাহিত করেছে। তিনি অসংখ্য পুরস্কারও অর্জন করেছেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন সিয়াও হুয়াং ছি’র একটি সুন্দর গান ‘শেষ বাস’।

সিয়াং হুয়াং ছি ১৯৭৬ সালে তাইওয়ানের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি জন্মগত ছানি রোগে ভুগছেন। পরে অন্য রোগের কারণে অন্ধ হয়ে যান। শরীরচর্চার জন্য প্রাথমিক স্কুলের সময়ে সিয়াও হুয়াং ছি জুডো শেখা শুরু করেন। খুব ভালো শেখার জন্য তিনি অনেকবার চীনা তাইপেইর পক্ষে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং ভালো ফলাফল অর্জন করেছেন। মাধ্যমিক স্কুলের সময় সিয়াং হুয়াং ছি ও অন্যান্য কয়েকজন অন্ধের সঙ্গে একটি ব্যান্ডদল প্রতিষ্ঠা করেন। ব্যান্ডে তিনি প্রধান গায়ক ও স্যাক্সোফোন প্লেয়ারের ভূমিকা পালন করেন। তিনি এই ব্যান্ড নিয়ে তাইওয়ানের সব অন্ধ জন্য স্কুলে পারফর্ম করতেন, গানের মাধ্যমে অন্ধ শিশুদের জন্য আশা ও উত্সাহ যোগাতেন। এজন্য তিনি তাইওয়ানের অসামান্য যুব পুরস্কারও অর্জন করেন।

২০০২ সালে সিয়াও হুয়াং ছি নিজে তার প্রথম অ্যালবাম ‘তুমি আমার চোখ’ তৈরি ও প্রকাশ করেন। অ্যালবামের গামগুলো তার সংগীত যাত্রা ও জীবনের প্রতি তার চিন্তাধারা রেকর্ড করেছে। অ্যালবাম মুক্তির পরই অনেক পেশাদার সংগীত প্রযোজক ও গায়কের দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের উচ্চ প্রশংসা কুড়ায়। তবে তা দর্শকদের মধ্যে বেশি সাড়া পায়নি। ২০০৭ সাল পর্যন্ত অ্যালবামটির প্রধান গান ‘তুমি আমার চোখ’ অন্যান্য গায়কের কভারের জন্য হঠাত জনপ্রিয় হয়, লোকজন এই বিশেষ গায়ককে চিনতে শুরু করে। পরে এই গানটি তার প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়। বন্ধুরা, এখন শুনুন সিয়াও হুয়াং ছি’র এই জনপ্রিয় গান ‘তুমি আমার চোখ’।

একজন অন্ধ হিসেবে সিয়াও হুয়াং ছি’র অনেক গান অন্ধের অভিজ্ঞতা অনুসারে লিখিত হয়। তিনি এক সময় অভিযোগ করেছিলেন যে ভাগ্য তার প্রতি অন্যায় করেছে। তবে, সংগীতের প্রতি ভালোবাসা তাকে অনেক বাধা অতিক্রম করতে সাহায্য করেছে। তাই তিনি আশা করেন, সংগীতে যে শক্তি ও আশা তিনি অনুভব করেছেন তা গানের মাধ্যমে সবাইকে দেওয়া যায়। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো তার একটি সুন্দর গান ‘শুধু সাহসী হতে হয়’।

সিয়াও হুয়াং ছি বলেন, তিনি একজন গল্পকার, তার গানগুলোতে এক একটি মনোমুগ্ধকর গল্প বলা হয়। বন্ধুরা, এবার যে গান আমরা শুনবো তা সিয়াং হুয়াং ছি তার দাদির জন্য রচিত একটি গান, গানের নাম ‘দাদি’র কথা’। দাদি তকে বড় করেছেন, তাই দাদির সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। গানে তিনি লিখেছেন ছোটবেলায় দাদির সঙ্গে কাটানো সুখের সময়, সেই সময়ের ছোট ব্যাপার এখন ভাবে বিশেষ উষ্ণতা পায়। তিনি হোক্কিয়েন দিয়ে গানের কথা লিখেছেন, যে দর্শকদের আরও বেশি একই অনুভূতি পায়। বন্ধুরা, এখন শুনুন সিয়াং হুয়াং ছি’র এই মর্মস্পর্শী গান ‘দাদির কথা’।

২০০৭ সালে সিয়াং হুয়াং ছি অ্যালবাম ‘সত্য প্রেমের গান’ প্রকাশ করেন। এই অ্যালবামের জন্য তিনি চীনের সবচেয়ে প্রভাবশালী সংগীত অ্যাওয়ার্ড—গোল্ডেন সুর অ্যাওয়ার্ডের বার্ষিক শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পান। এরপর থেকে তার সংগীত ব্যাপক স্বীকৃতি পায় এবং গান ব্যাপক জনপ্রিয় হয়। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো সিয়াং হুয়াং ছি’র একটি সুন্দর গান ‘সবকিছু ঠিক হবে’।

এখন পর্যন্ত সিয়াং হুয়াং ছি সক্রিয়ভাবে নতুন নতুন গান প্রকাশ করছেন। তিনি ও তার গানগুলো লোকদের উত্সাহিত করেছে। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে সিয়াও হুয়াং ছি’র আরেকটি সুন্দর গান ‘নতুন পৃথিবী’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।

Share this story on

Messenger Pinterest LinkedIn