বাংলা

ফাং তাথোং

CMGPublished: 2024-10-09 15:54:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০০৮ সালের ২৭ ডিসেম্বর ফাং তাথোং ‘কমলা চাঁদ’ নামে অ্যালবাম প্রকাশ করেন। এতে রাখা হয়েছে ‘তিনজনের ভ্রমণ’ নামে একটি গান। গানের গল্পে বলা হয়, এক ছেলে এক মেয়েকে পছন্দ করে। কিন্তু মেয়ের ছেলে বন্ধু আছে। তাই প্রথম ছেলে দু’জনের কাছাকাছি থেকেছে এবং সাত বছর অপেক্ষা করেছে। চূড়ান্তে ছেলেটি তার প্রিয় মেয়েটিকে বিয়ে করতে পেরেছে। ‘তিনজনের ভ্রমণ’ গানটি ফাং তাথোং দু’জনের স্মৃতিচারণের জন্য রচিত একটি গান। ২০১০ সালের ৩০ জানুয়ারি, গানটি ৩২তম টপ টেন চাইনিজ গোল্ড সং অ্যাওয়ার্ডে চমৎকার ম্যান্ডারিন পপ গানের পুরস্কার জেতে।

২০১৪ সালের ১১ এপ্রিল ফাং তাথোং চীনের মূল-ভূখণ্ডে ও তাইওয়ান অঞ্চলে ‘বিপদ বিশ্ব’ নামে অ্যালবাম প্রকাশ করেন। তিনি ছিলেন অ্যালবামের প্রযোজক, সুরকার, গায়ক, সংগীতজ্ঞ ও সৃজনশীল পরিচালক। অ্যালবামের প্রতিপাদ্য হলো সবাই এক সাথে আমাদের বিশ্বকে রক্ষা করা এবং যা আছে তা মূল্যায়ন করা। অ্যালবামে প্রচুর হিপ-হপসহ নানা উপাদান সংযুক্ত করা হয়। ফাং তাথোং নিজের সংগীত ব্র্যান্ড প্রতিষ্ঠার পর প্রথম অ্যালবাম হিসেবে তিনি অনেক পরিশ্রম করেন।

বন্ধুরা, ফাং তাথোংয়ের এমন একটি গান আছে, গানের নাম ‘উখং’। যখন তার বয়স ১৯ বছর, তিনি গানটির সৃষ্টি সম্পন্ন করেছেন। তারপর ১১ বছর পর, তার অ্যালবাম ‘পশ্চিমে যাত্রা’র প্রথম একক গান হিসেবে প্রকাশিত হয়। তিনি মনে করেন, ছোটবেলার স্মৃতি হোক বা ভবিষ্যতের প্রতি কল্পনা হোক, প্রত্যেক ছেলের হৃদয়ে একটি উখং আছে।

বন্ধুরা, গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে ফাং তাথোংয়ের আরেকটি গান দিয়ে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। গানটি একটি ইংরেজি গান, নাম ‘গিওর্গিয়া অন মাই মাইন্ড’। এটি একটি কভার সংস্করণ গান।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn