বাংলা

‘শরত্-এর দৃশ্য’

CMGPublished: 2024-10-02 11:45:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন মহানগর বেইজিং গ্রীষ্মকালকে বিদায় জানিয়ে শরত্কালকে বুকে টেনে নিয়েছে। আজকের অনুষ্ঠানে এমন সুন্দর ঋতু এবং সুন্দর আবহাওয়া উপযোগী কয়েকটি সুন্দর গান শোনাবো।

প্রথমে শুনুন ‘বৃষ্টির দিনের হালকা বাতাস’ নামের গানটি।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ‘শরত্-এর দৃশ্য’ নামে একটি গান, গানের কণ্ঠশিল্পী তৌ উই। তৌ উই চীনের সংগীত জগতের খুব বিখ্যাত গীতিকার এবং রক গানের শিল্পী। তার জন্ম ১৯৬৯ সালের ১৪ অক্টোবর। তার নাম উল্লেখ করলে সবাই সম্মান প্রদর্শন করে। এখন আমরা তার কণ্ঠে শুনবো ‘শরত্-এর দৃশ্য’ গানটি।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ‘শহরের গোধূলি’ নামের একটি গান। গানের কণ্ঠশিল্পী হুং ছি। বন্ধুরা, কেউ কেউ মনে করে, গোধূলি খুব দুঃখজনক একটি শব্দ। তার অর্থ একটি দিন শেষ হয়ে যাওয়া। দেখতে যেন সুন্দর সব কিছু অদৃশ্য হয়ে যায়! কিন্তু কেউ কেউ মনে করে, তা একটি দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত! সূর্যের আলো পুরো শহরকে সোনালি করে দেয়।

আপনার কী মনে হয়?

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ‘কুয়াশায় যাত্রা’। গানের শিল্পী জিন ক্য। গানের কথা এমন: যৌবন যেন কুয়াশার মধ্যে যাত্রা। আমি সব পথ ভুলে গেছি, চিনতে পারছি না এবং বাসায় ফিরে যাওয়ার দিকও বুঝতে পারছি না। যদি মাতৃভূমি এত দূরে না হয়, যদি সময় এত দ্রুত না ফুরায়...

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ‘সেপ্টেম্বর মাসের কোনো এক ভোরে তোমাকে নিয়ে চলে যাবো’ নামের একটি গান। গানের কণ্ঠশিল্পী মা সিয়াও। গানের কথা এমন: আমরা সবাই চুপ করে বলেছি, আমরা সবাই সাদা রং-এর স্মৃতিতে ঘুরে আসি। আমি আগের কবিতা ভুলে যেতে পারি না, আমি সেপ্টেম্বর মাসের কোনো এক ভোরে তোমাকে নিয়ে চলে যাবো।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাবো, তার নাম ‘তোমার সঙ্গে থাকি’। গানের কণ্ঠশিল্পী ছিয়াও রেন লিয়াং। ছিয়াও রেন লিয়াং চীনের খুব জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। তার জন্ম ১৯৮৭ সালের ১৫ অক্টোবর। কিন্তু খুব দুঃখের ব্যাপার হলো, ২০১৬ সালের ১৬ সেপ্টেম্বর মানসিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন! কিন্তু তার গান এখনো অনেকের কাছে প্রিয়। আচ্ছা, এখন শুনুন ‘তোমার সঙ্গে থাকি’ গানটি।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ‘তোমার জন্য একটি গান গাই’, গানটি গেয়েছে সংগীত ব্যান্ড থিং ইয়াং। ব্যান্ডটি গঠিত হয় ১৯৯৯ সালে। বলা যায়, এই সংগীত ব্যান্ড বর্তমানে চীনের সংগীত জগতে প্রশংসনীয় রক ব্যান্ডের অন্যতম। তাদের গানে সবসময় ইতিবাচক অনুভূতি প্রকাশ করা হয় এবং গানগুলো মানুষকে উত্সাহ দেয়। এখন শুনুন তাদের গান ‘তোমার জন্য একটি গান গাই’।

প্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে, বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই আরেকটি মিষ্টি গান; গানের নাম ‘সময়ের বাতাসে উড়ে যাবো’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn