‘কুল’
বন্ধুরা, শুনছিলেন তা চাং ওয়েই’র কন্ঠে ‘আমি প্রেমের গান গাইতে পছন্দ করি না’ শীর্ষক গান। উচ্চ মাধ্যমিক স্কুল শেষ করে ফুল ব্যান্ড নতুন অ্যালবাম ‘আমি তোমার রোমিও’ প্রকাশ করে। ২০০৫ সালে ফুল ব্যান্ড অ্যালবাম ‘ফুলের রাজবংশ’ প্রকাশ করে। এই অ্যালবামে তা চাং ওয়েই’র রচিত একটি মজার গান ‘সি শুয়া শুয়া’ অপ্রত্যাশিতভাবে অনেক জনপ্রিয় হয়। পরে তা চাং ওয়েই’র প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়। বন্ধুরা, এখন এই গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন তা চাং ওয়েই’র কন্ঠে গান। গান ‘সি শুয়া শুয়া’ ব্যাপক জনপ্রিয় হওয়ার পর মজার সংগীতশৈলী তা চাং ওয়েই’র বৈশিষ্ট্যে পরিণত হয়। পরের অ্যালবামে তিনি এই বৈশিষ্ট্যের গান রাখেন। সেগুলোও জনপ্রিয়তা পায়। বন্ধুরা, এখন শুনুন তা চাং ওয়েই রচিত একটি জনপ্রিয় গান ‘খুবই খুশি’।