‘চাঁদ ও তারা’
সিছুয়ান কনজারভেটরি অফ মিউজিক থেকে স্নাতক হবার পর ওয়াং চেং লিয়াং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন। গায়ক হওয়ার পাশাপাশি তিনি অনেক শিক্ষা কাজ করে থাকেন। তা ছাড়া, ওয়াং চেং লিয়াং অন্যান্য অনেক গায়ক গায়িকার জন্য সংগীত প্রযোজকের ভূমিকা পালন করেন। বন্ধুরা, এখন শুনুন চীনের জনপ্রিয় টিভি সিরিজ ‘রাজকুমারী এজেন্টের’ জন্য তাঁর রচিত ও গাওয়া একটি সুন্দর গান ‘চাঁদ ও তারা’।
২০১৩ সালে তিনি চীনের বিখ্যাত পরিচালক ফেং সিয়াও কাংয়ের চলচ্চিত্র ‘ব্যক্তিগত দর্জির’ জন্য গান ‘সময় কোথায় পালিয়ে গেছে’ গেয়েছেন। যা তার মায়ের জন্য রচিত একটি গান। গানে খুব সহজ ও সরল কথায় মায়ের কঠোর পরিশ্রমের জীবন লেখা হয়। যখন মানুষ বড় হয়ে উপলব্ধি করে যে মা বৃদ্ধ হয়েছে, তখন ভাবে- সময় কোথায় পালিয়ে গেছে, এটাই এই গানের নামের কারণ। গানটি মুক্তির পর অনেক মানুষকে মুগ্ধ করেছে এবং অনেক পুরস্কারও জয় করেছে। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো ওয়াং চেং লিয়াংয়ের এই জনপ্রিয় গান ‘সময় কোথায় পালিয়ে গেছে’।
‘সময় কোথায় পালিয়ে গেছে’ গানের জন্য ওয়াং চেং লিয়াং চীনে সবার কাছে পরিচিত হন। তিনি অনেকবার চীনের সবচেয়ে প্রভাবশালী অনুষ্ঠান বসন্ত উত্সব গালায় পারফর্ম করেছেন এবং ভালো সাড়া পেয়েছেন। এ ছাড়াও তিনি অনেক টিভি সংগীত অনুষ্ঠানে অংশগ্রহণ করে দর্শকদের জন্য বেশ চমত্কার পারফরমেন্স করেছেন। বন্ধুরা, এখন শুনুন ওয়াং চেং লিয়াংয়ের ২০২১ সালে প্রকাশিত একটি সুন্দর গান ‘অর্ধেক পাহাড় অর্ধেক সমুদ্র’।
বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে ওয়াং চেং লিয়াংয়ের আরেকটি সুন্দর গান ‘তোমার মত বন্ধু’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।
বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।