বাংলা

‘জয়ের আলো’

CMGPublished: 2024-09-25 13:51:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, কখনো কি দুঃখ বা হতাশ বোধ করাই জীবনের স্বাভাবিক ব্যাপার। এমন সময় সংগীত শোনা মনকে সান্ত্বনা দিতে পারে। আজকের অনুষ্ঠানে আপনাদেরকে এমন কয়েকটি গান শোনাবো, যা শুনলে মনে অনুপ্রেরণা পাওয়া যায়।

প্রথমে শুনুন ‘এ মিলিয়ন সম্ভাবনা’ নামের গানটি। গানটি গেয়েছেন একজন মার্কিন কণ্ঠশিল্পী ক্রিস্টিন। গানের কথায় বলা হয়, এক মুহূর্তের মধ্যে এক মিলিয়ন সম্ভাবনা আছে। এটা এগিয়ে যাওয়ার সময়, অথবা অপেক্ষা করতে থাকুন। এই শীতের রাতে লাখ লাখ অনিশ্চয়তা আছে। রাতের মধ্যে বিবর্ণ, অথবা ভোরের অপেক্ষায়। আকাশে কান্না, বরফের মতো স্ফটিক, তুষারপাতের মধ্যে পড়ে। এই মুহূর্ত এক মিলিয়ন সম্ভাবনা আছে রুইতে বাসা বাঁধা যায় অথবা ঠান্ডা লাগানো যায়।

বন্ধুরা, এখন শুনুন ‘জয়ের আলো’ নামের গানটি। গেয়েছে চীনের সঙ্গীতব্যান্ড ‘দুধ ও কফি’। গানের কথায় বলা হয়, হিমালয়ের পাহাড়ে দাঁড়িয়ে উত্তর নক্ষত্রের দিকে তাকাও। সাইবেরিয়ার উদ্দেশ্যে ট্রেনে দূরত্বে গন্তব্য। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বিশাল সমুদ্রপৃষ্ঠ, নতুন যাত্রা শুরু হয়েছে। চির তরুণ, চিরকাল অশ্রুতে ভরা। এখন চলো, আর অপেক্ষা করবে না। পৃথিবী অনেক বিস্তৃত, জীবন অনেক দীর্ঘ। ধাপগুলো তাই পরিষ্কার, এই মুহূর্তটি অনেক সুন্দর। ভবিষ্যতের জন্য অনেক অপেক্ষা করতে হয়।

বন্ধুরা, এখন শুনুন চীনের বিখ্যাত সঙ্গীত ব্যান্ড ‘এস এইচ ই’-এর গান ‘তুমি একসময় ছেলে ছিল’। গানের কথায় বলা হয়, অনেক বছর আগে তোমার একজোড়া পরিষ্কার চোখ ছিল। বজ্রপাতের মতো ছুটে চলেছে। আমি পুরো পৃথিবী দেখতে চাই এবং দূরতম স্থানে যেতে চাই। আমার মনে হয় আমার ডানা আছে যেগুলো পাহাড় ও মহাসাগরের ওপর দিয়ে উড়তে পারে। অনেক বছর আগে আপনি সহজ-সরল ছেলে ছিলেন। আপনি যদি কারো প্রেমে পড়েন, তবে জীবন বিসর্জন দিতে ভয় পাবেন না। বিশ্বাস করেন, ভালোবাসা চিরদিন থাকবে বিশ্বাস করেন প্রতিটি অচেনাকে। আমি বিশ্বাস করি, আপনি সেই ব্যক্তি হয়ে উঠবেন যা আপনি সবচেয়ে বেশি হতে চান।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn