হুয়াং জিহংফান
২০২৪ সালের ২০ মে হুয়াং জিহংফান ‘বলা হয়’ নামে একটি গান প্রকাশ করেন। গানটি একই নামের অ্যালবামে রাখা হয়। গানটি প্রেম ও বেদনার জটিল আবেগকে ঘিরে প্রেম ও বেদনার একটি শরীরের দুই দিক সম্পর্ক জোরালো অনুভূতির প্রকাশ। শুধু প্রেমের অনুভূতির প্রকাশ পরিপূর্ণ নয়, একইসঙ্গে বেদনার মিশেলে গানটি পূর্ণরূপে প্রকাশ পায়। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি গানটি আপনাদেরকে শোনাবো। কেমন? সঙ্গে সঙ্গে শোনাব, হুয়াং জিহংফানের অন্য একটি গান ‘বৃষ্টি থামেনি’। শুনুন তাহলে গান দু’টি।
প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে গানটি? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদেরকে হুয়াং জিহংফানের অন্য আরেকটি গান শোনাবো। গানের নাম ‘ঠিক আছে, এটা কোন ব্যাপার না, সবকিছু ঠিক আছে’। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে।