‘হাইপোক্সিয়া’
বন্ধুরা, শুনছিলেন ইয়াং ছেং লিন’র কন্ঠে ‘অ্যামনেসিয়া গোল্ডফিশ’ শীর্ষক গান। ২০১০ সালের পয়লা জানুয়ারি, ইয়াং ছেং লিনের পঞ্চম অ্যালবাম বাজারে আসে। একই বছরের ২৪ এপ্রিল ইয়াং ছেং লিন প্রথমবারের মতো তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে তাঁর 'বিশ্ব ট্যুর কনসার্ট' উন্মোচন করেন। ২০১১ সালের ২৯ জুলাই, ইয়াং ছেং লিনের ষষ্ঠ অ্যালবাম প্রকাশিত হয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'আমরা বোকা'সহ দশটি প্রেমের গান। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘আন্ডারকারেন্ট’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।