স্যুই জিআন
১৯৯৯ সালের জানুয়ারি, স্যুই জিআন ক্যান্টোনিজ অ্যালবাম ‘হৃদয় দিয়ে বিশ্বাস’ প্রকাশ করেন। অ্যালবামের শিরোনাম গানটি অনেক তালিকার শীর্ষ গানে পরিণত হয়। এ ছাড়া একই বছরের এপ্রিলে তাঁর প্রকাশিত ম্যান্ডারিন অ্যালবাম ‘প্রেমে বিশ্বাশে’র বিক্রয় পরিমাণ ২ লাখের বেশি ছিল। এতে রাখা ‘কেন আমার আড়ালে তুমি অন্য কাউকে ভালোবাসো?’ গানটি তাঁর প্রতিনিধিত্বমূলক গানগুলোর অন্যতম। বন্ধুরা, গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকে ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষে আমি আপনাদের ‘হৃদয় দিয়ে বিশ্বাস’ এবং ‘কেন আমার আড়ালে তুমি অন্য কাউকে ভালোবাসো?’ গান দু’টো এক সাথে শোনাব।