‘হৃদয়ের আগুন’
আচ্ছা, শুনুন এই গান।
বন্ধুরা, এখন শুনুন কণ্ঠশিল্পী চাং জিং সুয়ানের গান ‘সাইলাসের প্রেম’। গানের কথায় বলা হয়, এই মুহূর্তে থাকা, আসল সীমানা ভুলে, ভালবাসার অনুকরণে যে হাতটি উল্টে দেওয়া উচিত ছিল তা অনেক আগেই ছেড়ে দেওয়া উচিত ছিল, আমি বারবার আফসোস করি এবং আমি আপনার দয়া পরিবর্তন করতে পারি না। এটা আবার আমার মন ভরে।
আচ্ছা, শুনুন গানটি।
বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো আরেকটি গান গানের নাম আমি একাও ভালোভাবে থাকবো। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
শ্রোতাবন্ধুরা, আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও গান হবে, কথাও হবে।