যতক্ষণ না ফুল ফোটে
সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।
বন্ধুরা, শুনছিলেন কেং সি হানের কন্ঠে ‘যতক্ষণ না ফুল ফোটে’ শীর্ষক গান। ২০১৫ সালের ২৬ জানুয়ারি তিনি ‘প্রথম এশিয়ান ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড প্রাচ্য অনুষ্ঠান’-এর বার্ষিক সবচেয়ে প্রতিভাবান নতুন কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। একই বছরের এপ্রিলে তিনি ফ্যাশন প্রভাব ফ্যাশন উত্সবের শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘বিশ বছর বয়সী দেবতা’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০১৮ সালে রিলিজ হয়। গানটি তাঁর নিজের লেখা। চলুন, আমরা গানটি শুনবো।
বন্ধুরা, আপনারা শুনছিলেন কেং সি হানের কন্ঠে ‘বিশ বছর বয়সী দেবতা’ শীর্ষক গান। ২০১৭ সালের জুলাই মাসে তিনি স্যুচৌ শহরে একক কনসার্ট আয়োজন করেন। ২০১৭ সালের নভেম্বরে তিনি ড্রাগন টিভি কেন্দ্রের টিভি শো-তে অংশ নেন এবং প্রথম স্থান অর্জন করেন। ২০১৯ সালের জানুয়ারিতে তিনি হুনান প্রদেশের টিভি কেন্দ্রের সংগীত অনুষ্ঠানে অংশ নেন। ২০২০ সালের মার্চ মাসে তিনি পুনরায় হুনান প্রদেশের সংগীত অনুষ্ঠানে অংশ নেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘একা’ শীর্ষক গান শোনাবো।
বন্ধুরা, আপনারা শুনছিলেন কেং সি হানের কন্ঠে ‘রাতারাতি খ্যাতি’ শীর্ষক গান। ২০১৪ সালে তিনি অন্য একজন কন্ঠশিল্পীকে সঙ্গে নিয়ে একটি গ্রুপ গড়ে তোলেন। তবে, কোনো অ্যালবাম করেনি গ্রুপটি। পরে কেং সি হান বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং সাফল্য অর্জন করেন। ২০১৬ সালে তিনি অন্য চার জন কন্ঠশিল্পীর সঙ্গে ‘পাথফাইন্ডার’ নামের ব্যান্ড গড়ে তোলেন। এখন শোনাবো ব্যান্ডটির ‘নীল’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।