‘তোমার চোখ’
সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।
বন্ধুরা, আপনারা শুনছিলেন লিন চুন চিয়ে’র কন্ঠে ‘জিরো ডিগ্রি চুম্বন’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে ব্যান্ড উথিয়াওরেন’র গান শোনাবো। ২০২০ সালের ৩১ জুলাই উথিয়াওরেন ‘টেলুরিয়ন’ নামের ইপি প্রকাশ করে। এখন আমি আপনাদেরকে ব্যান্ডের ‘গভীর রাত’ শীর্ষক গান শোনাবো। চলুন, আমরা গানটি শুনি।
বন্ধুরা, শুনছিলেন ব্যান্ড উথিয়াওরেন’র ‘গভীর রাত’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী চিকেচুনই’র কন্ঠে গান শোনাবো। ২০১৮ সালে তিনি এশিয়া সংগীত অনুষ্ঠানের বার্ষিক শ্রেষ্ঠ কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। একই বছরে তিনি নিজের তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০১৯ সালের ২৫ মার্চ তিনি ২৬তম চায়নিজ টপ ১০ মিউজিক অ্যাওয়ার্ডের (ChineseTop10Music Awards) শ্রেষ্ঠ মঞ্চ পরিবেশনা পুরস্কার লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘রাতে ভয় লাগে না’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, আপনারা শুনছিলেন চিকেচুনই’র ‘রাতে ভয় লাগে না’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী মা আ মিনের কন্ঠে গান শোনাবো। ১৯৯১ সালে মাও আ মিন একটি জনপ্রিয় টিভি নাটকের জন্য থিম সং ‘পিপাসা’ পরিবেশন করেন। গানটি দ্রুত জনপ্রিয় হয় এবং বার্ষিক গোল্ডেন টিউন অ্যাওয়ার্ড জয় করে। এরপর তিনি বিভিন্ন টিভি সিরিজের থিম সংয়ে কন্ঠ দিয়েছেন; এসব গানে চীনা মানুষের জীবন প্রতিফলিত হয়েছে। গানের মাধ্যমে তিনি জনগণের মনে স্থান করে নেন। বন্ধুরা, এখন শোনাবো মাও আ মিনের কন্ঠে ‘মোমবাতির আলোয় মা’ শীর্ষক গান। চলুন, আমরা গানটি শুনবো।
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।