বাংলা

‘ভবিষ্যতের জন্য’

CMGPublished: 2024-09-04 16:25:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়েই চিয়া ই-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ওয়েই চিয়া ই, তিনি চীনের কান সু প্রদেশের লান চৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী। তাঁর প্রতিনিধিত্বকারী গানের মধ্যে রয়েছে: মেংভো-এর বাতি, নারী যেন ধোয়াঁর মতো, ওকেওকে ইত্যাদি।

বন্ধুরা, এখন শুনুন ওয়েই চিয়া ই’র কণ্ঠে ‘আমি এই মানবের জগতে একবার এসেছি’। গানের কথাগুলো এমন: পথে অনেক আঘাত পেয়েছি। পিছনে ফিরে দেখি, আমার অর্ধেক জীবন কেটে গেছে, স্বপ্নের মতো মনে হয়। আমি আকাশের দিকে তাকিয়ে আরও বিভ্রান্ত হয়ে পড়লাম। ভবিষ্যৎ কোথায় জানি না। তাড়াহুড়ো ও সময় নষ্ট করে সারাজীবন। তথাকথিত কবিতা আর দূরত্ব শুধুই অযৌক্তিক আশা। আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আমার মনের কথাগুলো নিয়ে কার সাথে কথা বলবো- বুঝতে পারছি না।

বন্ধুরা, এখন শুনুন ওয়েই চিয়া ই’র গান ‘জীবনের অর্ধেক পর্যায়।’ গানের কথাগুলো এমন: ভিড়ের মধ্যে আর কথা বলা বা আর হাসি নেই। এটি এমন একটি বয়স যা খুব বেশি বা খুব কম বয়সী নয়। জীবনকে খুশি করতে শিখুন। আমি আমার অর্ধেক জীবন তিন বেলা খাবারের জন্য লড়াই করে কাটিয়ে দিই। আপনার চিন্তা আপনার ভ্রু মধ্যে লখা। ধীরে ধীরে মাথা নিচু করতে শিখেছি। পায়ের নিচে গভীর কাদা। মাথার উপর ধোঁয়া ও ধুলো। সময়ের শান্তি কে হারিয়েছে?

বন্ধুরা, এখন শুনুন ওয়েই চিয়া ই’র গান ‘ভবিষ্যতের জন্য’। গানের কথাগুলো এমন: সময় জলের মতো উড়ে যায় আর থেমে থাকে না। যার যুবকের মাথা ঝলসে যায়। কত মর্মস্পর্শী গল্প বারবার আবির্ভূত হয়, শুধু দুঃখে মন ভরে। পুরোনো স্মৃতি বিদায় জানিয়ে সব সাগর চলে গেছে আলাদা পথে। যতই ন্যায়-অন্যায়, ভালবাসা, ঘৃণা, বিরক্তি যাই হোক না কেন, সেই সময়ের সাথে তা ভেসে উঠুক।

আচ্ছা, শুনুন এই গান।

বন্ধুরা, এখন শুনুন ওয়েই চিয়া ই’র কণ্ঠে ‘জীবনের পথ’ নামে গানটি। গানের কথায় বলা হয়, কৃতজ্ঞতা, বিরক্তি, এটাই জীবনের পথ। খ্যাতি ও ভাগ্যের জন্য পিছু পিছু দৌড়াচ্ছে। আমি কমবেশি আসল চেহারা মিস করি। দুর্ভাগ্যবশত, জীবনে অনেক অযৌক্তিকতা আছে। তারা এই জীবনের দোজোখে বিরক্ত হয়েছে। প্রেম শব্দটা বারবার ভাবছে। থামুন ও যান এবং ভাল সময়ের কথা মনে করিয়ে দিন।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো ওয়েই চিয়া ই’র গান ‘মেংভো’র বাতি’। আশা করি, গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়েই চিয়া ই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও গান হবে, কথাও হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn