‘ভবিষ্যতের জন্য’
আচ্ছা, শুনুন এই গান।
বন্ধুরা, এখন শুনুন ওয়েই চিয়া ই’র কণ্ঠে ‘জীবনের পথ’ নামে গানটি। গানের কথায় বলা হয়, কৃতজ্ঞতা, বিরক্তি, এটাই জীবনের পথ। খ্যাতি ও ভাগ্যের জন্য পিছু পিছু দৌড়াচ্ছে। আমি কমবেশি আসল চেহারা মিস করি। দুর্ভাগ্যবশত, জীবনে অনেক অযৌক্তিকতা আছে। তারা এই জীবনের দোজোখে বিরক্ত হয়েছে। প্রেম শব্দটা বারবার ভাবছে। থামুন ও যান এবং ভাল সময়ের কথা মনে করিয়ে দিন।
আচ্ছা, শুনুন গানটি।
বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো ওয়েই চিয়া ই’র গান ‘মেংভো’র বাতি’। আশা করি, গানটি আপনাদের ভালো লাগবে।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়েই চিয়া ই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও গান হবে, কথাও হবে।