'রাতে ভয় লাগে না'
সুপ্রিয় শ্রোতা,আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান।এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।
বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের সংখ্যালঘু জাতির একজন নারী কন্ঠশিল্পী জিকেজুনই’র কন্ঠে ‘রাতে ভয় লাগে না’ শীর্ষক গান। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে কন্ঠশিল্পী জিকেজুনই’র পরিচয় দেবো। তার হান ভাষার নাম ওয়াং চুনই এবং ইংরেজি নাম সাম্মার। তিনি ই জাতির মানুষ। তিনি ১৯৮৮ সালের ১৩ মে সিছুয়ান প্রদেশের লিয়াংশান বান্নারের কানলুও জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেত্রী ও কন্ঠশিল্পী। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘রোলিং ইন দা ডিপ’ শীর্ষক গান। গানটি ব্রিটেনের বিখ্যাত্ নারী কন্ঠশিল্পী অ্যাডেল অ্যাডকিনস প্রথমে গেয়েছিলেন। আশা করি, জিকেজুনই’র কন্ঠে গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন জিকেজুনই’র কন্ঠে ‘রোলিং ইন দা ডিপ’। ২০১২ সালে তিনি চেচিয়াং প্রদেশের টিভি কেন্দ্রের এক সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং দ্বিতীয় স্থান পান। তারপর তিনি আনুষ্ঠানিকভাবে বিনোদন-জগতে প্রবেশ করেন। একই বছরে তিনি নিজের প্রথম গান প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘বেবি’ শীর্ষক গান। গানটি ২০০৬ সালে রিলিজ হয়। প্রথমে গানটি গেয়েছিলেন চীনা নারী কন্ঠশিল্পী চাং স্যুয়ান। চলুন, আমরা জিকেজুনই’র কন্ঠে গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন জিকেজুনই’র কন্ঠে চীনের ঐতিহ্যগত লোকসংগীত ‘পাহাড়ের গান’। ২০১৭ সালে তিনি দ্বিতীয় বারের মতো সিসিটিভি’র বসন্ত উত্সব অনুষ্ঠানে গান পরিবেশন করেন। এ অনুষ্ঠান হলো চীনের শীর্ষ পর্যায়ের অনুষ্ঠান। সে বছর তিনি নিজের ইংরেজি সংগীত প্রকাশ করেন। একই বছর তিনি এশিয়া নতুন সংগীত তালিকা অনুষ্ঠানের সবচেয়ে সম্ভাবনাময় কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘আমি বিশ্বকে বলতে চাই’ শীর্ষক গান। জিকেজুনই চীনের বিখ্যাত্ কন্ঠশিল্পী লিয়াও ছাংইয়ংয়ের সঙ্গে গানটি গেয়েছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানাben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানাcaiyue@cri.com.cn।'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি,আগামী সপ্তাহের একই দিন,একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন,আনন্দে থাকুন। চাই চিয়ান।