বাংলা

‘পুরানো জায়গা’

CMGPublished: 2024-08-28 17:34:30
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী রেন সিয়ান ছি-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

রেন সিয়ান ছি, ১৯৬৬ সালের ২৩ জুন চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা সংগীত মহলের একজন পুরুষ কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার। তিনি একই সঙ্গে একজন অভিনেতা ও রেসার।

১৯৯০ সালে রেন সিয়ান ছি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে পা দেন। ১৯৯৬ সালে তাঁর অ্যালবাম ‘হৃদয় অনেক নরম’ অ্যালবামের ২.৬ কোটি কপি বিক্রি হয়। তিনি এই অ্যালবামের থিম সং ‘হৃদয় অনেক নরম’ নিয়ে বিখ্যাত হয়ে ওঠেন।

বন্ধুরা, এখন শুনুন রেন সিয়ান ছি’র গান ‘দেবদূত’। তুমি কথা বল না কেন? সত্যি কথা বলতে কি, আমি তোমার জন্য খুব দুঃখিত। তুমি তার জন্য এটা করো। খাবার বা চা নিয়ে ভাববে না। আমি এসব দেখতে এবং সেও তোমার বাড়ি থেকে চলে গেছে। তুমি যতটা ভাবছো প্রেম ততটা ভয়ঙ্কর নয়। বাইরের সূর্যের দিকে তাকাও। উষ্ণ ও উজ্জ্বল। তুমি আমার স্বর্গে উড়তে পারো। আসলে দেবদূতরাও আঘাত পাবে।

বন্ধুরা, এখন শুনুন রেন সিয়ান ছি’র গান ‘পুরানো জায়গা’। গানের কথায় বলা হয়, সারারাত বৃষ্টি হলো। যৌবনের সেই সময়ের গল্প এক অবিস্মরণীয় নাটক। আমি সারা রাত তোমার কথা ভেবেছিলাম আর সারারাত অতীত নিয়ে ছিলাম। আমার তুচ্ছতা, তোমার সৌন্দর্য, আমার বিচ্ছেদ, তোমার অশ্রু। আমি তোমাকে যে চুমু দিয়েছিলাম, তা এখনও একই জায়গায় রয়েছে। বয়স বাড়ার সাথে সাথে আমার চেহারা আগের মতই আছে। আমি যে মানত করেছিলাম, তা এখনও একই জায়গায় আছে। এত ঝোড়ো হাওয়া-বৃষ্টির পরও মনে পড়ে। আমার একসময় যে ভালোবাসা ছিল, এখনো সেই জায়গায় আছে।

বন্ধুরা, এখন শুনুন রেন সিয়ান ছি’র গান ‘তোমাকে ভালোবাসার শেষ দিন’। গানের কথায় বলা হয়, প্রথমবার তোমার মুখ দেখি, যেন গতকালের কথা। লম্বা চুলের শাল তোমার আঙ্গুলের ডগা দিয়ে আমি তোমার উপর ঘুম হারা নিয়তি করছি। আমি অনেক বছর ধরে তোমার থেকে দূরে ছিলাম। মনে হয়, আমি পৃথিবী থেকে বিচ্ছিন্ন। লোভী ও ক্ষয়িষ্ণু হতে চেষ্টা করি। কিন্তু চোখের জল তুমি ছাড়া পৃথিবী, ফুল ফোটে এবং বিবর্ণ হয়।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাচ্ছি রেন সিয়ান ছি’র আরেকটি গান, গানের নাম ‘নির্ভর’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী রেন সিয়ান ছি-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও গান হবে, কথাও হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn