‘নরওয়ে-এর বন’
বন্ধুরা, এখন শুনুন উ পাই-এর গান ‘অশ্রুর সেতু’। গানের কথায় বলা হয়, আমি তোমার হৃদয় সম্পর্কে চিন্তা করি না। আমার চুম্বন, আমার ঋণে ক্লান্ত। তোমার ভালোবাসার একজনের জায়গায়, এই সময়ে, আমার হৃদয় ফুলের মত ঝরে যাচ্ছে। হঠাৎ আমার দৃষ্টি হারিয়ে যাওয়া রঙ, আমি জানি তুমিও তোমার অনুভূতি প্রকাশে ভালো নও।
আচ্ছা, শুনুন গানটি।
বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো উ পাই-এর গাওয়া আরেকটি গান, গানের নাম ‘হঠাৎ আমি’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী উ পাই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও গান হবে, কথাও হবে।