তৌ ওয়ে
১৯৯৮ সালে তৌ ওয়ে’র অ্যালবাম ‘পাহাড় আর নদী’ প্রকাশিত হয়। অ্যালবামে গানগুলো হ্রদের দৃশ্য, চার ঋতুতে সকাল-সন্ধ্যার পরিবর্তিত দৃশ্য আছে। আরো আছে নিকটজন ও নিজের প্রতি সমালোচনা ও উপলব্ধি। অ্যালবামটি বাদ্যযন্ত্রে তাঁর অন্য রকম চেষ্টা এবং লিরিক্সে অস্পষ্ট রূপান্তরের পদ্ধতি বিশিষ্ট কিছু করে। এখন থেকে তাঁর মনের অবস্থার পরবির্তন এবং সংগীতের প্রতি তাঁর নুতন দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়। অ্যালবামের বিক্রয় পরিমাণ ৭০ হাজার কপি ছিল। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি অ্যালবামের শিরোনাম গান ‘পাহাড় আর নদী’ আপনাদেরকে শোনাচ্ছি, কেমন?
১৯৯৯ সালে তৌ ওয়ে স্বপ্নীল ও গাম্ভীর্যে ভরা তাঁর চতুর্থ অ্যালবাম ‘অডিটরি হ্যালুসিনেশন’ প্রকাশ করেন। তিনি অব্যাহতভাবে নিজের আগ্রহের সংগীত রূপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও সম্প্রসারণ করতে থাকেন। অ্যালবামের থিমসং বা শিরোনাম গানটিতে গিটারের সোলো অংশ অতিরিক্ত কান-ধরা হয়। খুব বৈশিষ্ট্যময়। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি ‘অডিটরি হ্যালুসিনেশন’ গানটি আপনাদের শোনাই।
তৌ ওয়ে’র আরেকটি গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। গানের নাম ‘আশার আলো’।