বাংলা

‘কবিতা’

CMGPublished: 2024-08-22 10:00:44
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজকের অনুষ্ঠানে একজন ডাচ চীনা গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম ওয়াং শি আন। তার কণ্ঠ বেশ শক্তিশালী ও সুন্দর। পশ্চিমে বড় হওয়ার চীনা মানুষ হিসেবে তার সংগীতে সুন্দরভাবে পাশ্চাত্য পপ সংগীত ও বেইজিং অপেরাসহ ঐতিহ্যবাহী চীনা সংগীতকে সংযুক্ত করেছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন ওয়াং শি আনের একটি সুন্দর গান ‘Too Young To Love’।

ওয়াং শি আন ১৯৯০ সালে নেদারল্যান্ডসের হোরিনচেমে জন্মগ্রহণ করেন। তার দাদা, দাদি ও মা সবাই চীনের ঐতিহ্যবাহী অপেরার অভিনেতা। পরিবারের প্রভাবে ওয়াং শি আন ছোট থেকে সংগীতের জন্য গভীর আগ্রহী। ৬ বছর বয়স থেকে তিনি পিয়ানো বাজানো ও জ্যাজ সংগীত শেখা শুরু করেন। ১২ বছর বয়সে তিনি প্রথম গান লিখেন; আর ১৪ বছর বয়সে নিজের প্রথম গান প্রকাশ করেন। উচ্চ বিদ্যালয়ের স্কুলের সময়ে ওয়াং শি আন দেশি-বিদেশি অনেক সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং অনেক ভালো ফলাফল অর্জন করেছেন। উচ্চ বিদ্যালয়ের পাঠ শেষে ওয়াং শি আন বিখ্যাত বার্কলি কলেজ অফ মিউজিকে ভর্তি হয়ে গান গাওয়া শিখেছেন।

পশ্চিমে সংগীত শিখলেও ওয়াং শি আন চীনে ফিরে গান গাওয়া শুরু করেন। ২০১১ সালে তিনি তাইওয়ানের জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা ‘স্টারস এভিনিউতে’ অংশগ্রহণ করেছেন। চ্যাম্পিয়ন না হলেও তার চমত্কার পারফরমেন্স বিচারকদের প্রশংসা পায়। এজন্য তিনি ওয়ার্নার সংগীত কোম্পানিতে যোগ দিতে সক্ষম হন। ২০১৩ সালে ওয়াং শি আন তার প্রথম অ্যালবাম ‘Love Lesson’ প্রকাশ করেন। এটি প্রেম থিমের একটি অ্যালবাম। গোপন প্রেম, আবেগপ্রবণ প্রেম, প্রেম থেকে বিচ্যুত.....বিভিন্ন ধরনের প্রেমে মানুষের সেসব সূক্ষ্ম অনুভূতি তার গানগুলোতে সুন্দরভাবে ফুটে উঠেছে। একজন নতুন গায়িকা হিসেবে এই অ্যালবাম উচ্চমানে ব্যাপক প্রশংসিত হয়েছে। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে এই অ্যালবামে ওয়াং শি আনের একটি সুন্দর গান ‘Love Lesson’ শুনবো।

গান গাওয়ার পাশাপাশি ওয়াং শি আন টিভি সিরিজে অভিনয় করেন। ২০১৪ সালে তিনি তাইওয়ানের জনপ্রিয় টিভি সিরিজ ‘THE X-DORMITORY’ অভিনয় করেন এবং এজন্য গান ‘ভালোবাসা’ গেয়েছেন। গানটি এই টিভি সিরিজের জন্য অনেক রঙ যোগ করেছে। এর মাধ্যমে আরও বেশি মানুষ তাকে জেনেছে এবং তার গান পছন্দ করেছে। অনেক বছর পার হলেও গানটি এখনও বেশ জনপ্রিয়। বন্ধুরা, এখন শুনুন ওয়ান শি আনের গাওয়া গান ‘ভালোবাসা’।

একজন চীনা মানুষ হিসেবে ওয়াং শি আন সবসময়ে চীনে ফিরে চান। তখন তিনি ভাবেন চীন তার প্রকৃত বাসস্থান। তবে, ছোটবেলায় বাবা মা কাজে খুব ব্যস্ত ছিলেন। তাই চীনে ফেরার সুযোগ কম। যখন বড় হন, তখন তার কাজও খুব ব্যস্ত, প্রায়শই বিশ্বজুড়ে ভ্রমণ করেন, চীনে থাকার সময়ও কম। তবে, এই প্রক্রিয়ায় তিনি আবিষ্কার করেন সত্য বাসা কোনো নির্দিষ্ট জায়গা নয়, বরং সবসময় তোমার মনে, তাই যে কাজ করতে চাও, তাই করো। এই অভিজ্ঞতা অনুসারে ওয়াং শি আন গান ‘বাসা’ রচনা করেছেন। তিনি আশা করেন, এই গান যারা বাইরে থাকে তাদেরকে শক্তি দেবে। বন্ধুরা, এখন এই সুন্দর গান ‘বাসা’ শুনুন।

বিদেশে থাকার কারণে ওয়াং শি আন পাশ্চাত্য সংগীত শুনতে শুনতে বড় হন আর R&B সংগীত তিনি খুব পছন্দ করেন। একই সঙ্গে পরিবারের প্রভাবে তিনি বেইজিং অপেরাসহ চীনের ঐতিহ্যবাহী সংগীতও ভালোবাসেন। তাই গায়িকা হওয়ার পর তিনি ভাবতে থাকেন কিভাবে এ দুই ধরনের সংগীত সংযুক্ত করে তার নিজের বৈশিষ্ট্যময় গান তৈরি করা যায়। ২০১৯ সালে ওয়াং শি আন নতুন অ্যালবাম ‘চাঁদ’ প্রকাশ করেন এবং তার পাশ্চাত্য ও প্রাচ্য সংগীত মিশ্রণের সংগীত চেতনা তুলে ধরেন। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে ওয়াং শি আনের একটি সুন্দর গান ‘কবিতা’।

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে ওয়াং শি আন ও চীনের অন্য একজন জনপ্রিয় গায়িকা ওয়াং রো লিনের সঙ্গে গাওয়া গান ‘Random Day’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।

Share this story on

Messenger Pinterest LinkedIn