বাংলা

‘Queendom’

CMGPublished: 2024-08-21 10:00:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজকের অনুষ্ঠানে চীনের একজন জনপ্রিয় গায়িকা ও র‍্যাপারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো; তার নাম ভিনিতা বা ওয়ান নি তা। তরুণ হলেও তিনি অনেক জনপ্রিয় গান গেয়েছেন এবং চীনের শ্রেষ্ঠ মহিলা র‍্যাপার হিসেবে বিবেচিত হন। তিনি দেখতে ছোট, তবে তার গানের কণ্ঠ শক্তিশালী। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন ওয়ান নি তা’র একটি সুন্দর গান ‘নৌকা’।

ওয়ান নি তা ১৯৯৪ সালে ফুচিয়ান প্রদেশের ফুচৌ শহরে জন্মগ্রহণ করেন। ছোট থেকে তিনি গান গাইতে খুব পছন্দ করতেন। মাধ্যমিক স্কুলে পড়ার সময় তিনি পাশ্চাত্যের পপ সংগীত শোনেন এবং হিপ-হপের প্রতি খুব আগ্রহী হয়ে ওঠেন। বিশ্ববিদ্যালয়ের সময়ে ওয়ান নি তা নিজে হিপ-হপ গান লেখা শুরু করেন। তার গান শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় হয় এবং তিনি বারে ও লাইভ-হাউসে পারফর্ম করা সুযোগ পান। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর তিনি একজন স্বাধীন হিপ-হপ গায়িকা হন।

২০১৬ সালে ওয়ান নি তা স্বাধীন গায়িকা হিসেবে কিছু হিপ-হপ অ্যালবাম ‘আগে’ প্রকাশ করেছেন। তবে হিপ-হপ অ্যালবাম বেশি সাড়া পায়নি। সেই বছর তিনি চীনের একটি জনপ্রিয় টিভি সংগীত অনুষ্ঠান ‘সিং! চায়নাতে’ অংশগ্রহণ করেছেন। ভালো র‍্যাঙ্কিং না হলেও তার বৈশিষ্ট্যময় গান ও শক্তিশালী পারফরমেন্স দর্শকের মনে গভীর ছাপ ফেলেছে, অনেক মানুষ এভাবে তাকে জেনেছে এবং তার গান পছন্দ করেছে। বন্ধুরা, এখন শুনুন ওয়ান নি তা’র অ্যালবাম ‘আগের’ একটি সুন্দর গান ‘Get away from me’।

২০১৭ সালে ওয়ান নি তা প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘ভিনিতা’ প্রকাশ করেন। তার প্রথম অ্যালবাম হলেও তিনি যুক্তরাষ্ট্রের হিপ-হপ সংগীত মহলের শ্রেষ্ঠ ডিজে সুস্টাড এবং চীনের বিখ্যাত সংগীত উত্পাদন গ্রুপ ইওগার্টের সঙ্গে সহযোগিতার সুযোগ পেয়েছেন। তাদের সাহায্য এই অ্যালবামের উচ্চ মানের গান শোনা যায়। এই অ্যালবামের জন্য তিনি ১৮তম চীনা সংগীত মিডিয়া অ্যাওয়ার্ডসের বার্ষিক শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার অর্জন করেন। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো এই অ্যালবামের একটি সুন্দর গান ‘বোঝা’।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn