বাংলা

‘দূরে’

CMGPublished: 2024-08-15 10:00:02
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজকের অনুষ্ঠানে চীনের একজন গায়কের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম চাং লেই। তার কণ্ঠ গভীর ও আকর্ষণীয়। চীনের জনপ্রিয় টিভি সংগীত প্রতিযোগিতা ‘ভয়েস অফ চায়নার’ চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে তিনি সবার কাছে পরিচিত হয়েছেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন চাং লেই একটি সুন্দর গান ‘দূরে’।

চাং লেই ১৯৮১ সালে চীনের হ্যলোংচিয়াং প্রদেশের মুতানচিয়াং শহরে জন্মগ্রহণ করেন। যখন চাং লেই মাধ্যমিক স্কুলে পড়তেন তখন চীনে ব্যালাড জনপ্রিয় হয়ে ওঠে। তিনি ব্যালাড সংগীত পছন্দ করেন এবং নিজে গিটার শিখেছেন। স্কুল থেকে স্নাতক হওয়ার পর চাং লেই শিল্পী হওয়ার সিদ্ধান্ত নেন। তবে, তার পরিবার এই সিদ্ধান্ত সমর্থন করে না। চাং লেই নিজের জন্মস্থান থেকে উত্তর-পশ্চিম যান। যাত্রায় তিনি বিভিন্ন জায়গার স্থানীয় সংগীত ও সংস্কৃতি সম্পর্কে জানেন ও শিখেন, তার সংগীত রচনার জন্য উপকরণ সংগ্রহণ করেন। যখন তিনি সিনচিয়াংয়ের উরুমুচিতে যান, সেখানে তার মনের মানুষকে খুঁজে পান। তাঁকে বিয়ে করার পর চাং লেই উরুমুচিতে থেকে যান।

উরুমুচিতে থাকার সময় দিনে চাং লেই এক ছোট একটি দোকানে কাজ করতেন, রাতে বারে গান গাইতেন। সে বারে তিনি ছাড়া আরও অনেক ভালো গায়কও ছিল। কয়েক বছরের গান গাওয়ার মাধ্যমে সিনচিয়াংয়ে চাও লেইও অনেক মানুষের কাছে প্রিয় হয়ে ওঠেন। নিজের স্বপ্ন পূরণের জন্য স্ত্রীর সমর্থনে ২০১২ সালে চাও লেই দু’টি অ্যালবাম তৈরি ও প্রকাশ করেন। তখন এ দুটি অ্যালবাম বেশি সাড়া পায়নি। ২০১৪ সালের দিকে চাও লেইয়ের গান গাওয়ার ভিডিও হঠাৎ ইন্টারনেটে জনপ্রিয় হয়, তার গানও অনেকের দৃষ্টি আকর্ষণ করে। এর মধ্যে রয়েছে জনপ্রিয় টিভি সংগীত প্রতিযোগিতা ‘ভয়েস অফ চায়নার’ ডিরেক্টর। তার আমন্ত্রণে চাও লেই এ অনুষ্ঠানে অংশ নেন, তার জীবনও পরিবর্তন হয়েছে।

২০১৫ সালে চাও লেই চীনের জনপ্রিয় টিভি সংগীত প্রতিযোগিতা ‘ভয়েস অফ চায়নায়’ অংশ নেন। তার প্রথম পারফরম্যান্স বিচারকদের ও অনেক দর্শকদের প্রশংসা পায়। প্রতিযোগিতায় চাও লেইয়ের চমত্কার পারফরম্যান্স সবার মন জয় করে এবং অবশেষে চ্যাম্পিয়ন হন। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো সেই প্রতিযোগিতার ফাইনালে চাং লেই’র গাওয়া একটি সুন্দর গান ‘ভ্রমণ’।

২০১৬ সালে চাও লেই নতুন অ্যালবাম প্রকাশ করেন। এই অ্যালবামে তিনি গানের মাধ্যমে তার প্রজন্মের মানুষের অভিন্ন বড় হওয়ার স্মৃতি তুলে ধরেন, এবং বড় হওয়ার প্রক্রিয়ায় যেসব গায়ক গায়িকা তার উপর বড় প্রভাব ফেলেছে, তাদের জন্য শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি এই অ্যালবামের জন্য সে বছরের শ্রেষ্ঠ নতুন গায়কের পুরস্কার অর্জন করেন। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো এই অ্যালবামে তার একটি জনপ্রিয় গান ‘আমার এই প্রজন্ম’।

গভীর ও আকর্ষণীয় কণ্ঠের জন্য চাং লেই’র গানগুলো সবসময় অনেক জনপ্রিয়। তিনিও অনেক টিভি সিরিজ ও চলচ্চিত্রের সোং গাওয়ার আমন্ত্রণ পেয়েছেন। বন্ধুরা, এবার আমরা একসঙ্গে শুনবো মাদক দমন সম্পর্কিত একটি টিভি সিরিজের জন্য গাওয়া গান ‘খোঁজা’। তার আকর্ষণীয় কণ্ঠে একটি উত্তেজনাপূর্ণ গল্প ফুটে উঠেছে। চলুন, গানটি শুনি।

এখন পর্যন্ত প্রত্যেক বছর নতুন গান প্রকাশ করছেন চাং লেই। আগের গানের চেয়ে তার গান আরো পরিপক্ব হয়ে উঠেছে। তবে, অপরিবর্তিত হল তার গান সবসময় মানুষদের একই অনুভূতি দেয়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে চাও লেই’র আরেকটি সুন্দর গান ‘যৌবন’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।

Share this story on

Messenger Pinterest LinkedIn