‘গর্বিত তুমি’
বন্ধুরা, এখন শুনুন ইন সি মিয়ানের কণ্ঠে ‘বিচ্ছিন্ন করা’ গানটি। গানের কথায় বলা হয়, রাতের আকাশে অসংখ্য তারা আছে। আমি কান্নার আক্রমণ প্রতিহত করি। গ্রীষ্মের পাখি কিচিরমিচির করে অপেক্ষায় থাকে। যে প্যাকেজ খোলা হয়েছে, তা কোণায় রাখা আছে। সোফায় খালি আসন তোমার জন্য। পাশের বাড়ি থেকে ভেসে আসে দুঃখের প্রেমের গান। এটা শুধু আমার মেজাজ মেলে ফাঁকা ডেস্ক, বিশিষ্ট সঙ্গীত বক্স। তোমার বানানো মিষ্টি বুদবুদের কথা মনে করিয়ে দেয়।
আচ্ছা, শুনুন গানটি।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইন সি মিয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।