বাংলা

মুও ইয়ানলিন

CMGPublished: 2024-08-14 09:38:31
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মুও ইয়ানলিন ১৯৭৯ সালের ১৭ সেপ্টেম্বরে হুপেই প্রদেশের উহান শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল ভূখণ্ডের একজন গায়িকা, গীতিকার ও সংগীত প্রযোজক ।

২০০১ সাল থেকে মুও ইয়ানলিন সংগীত সৃষ্টি শুরু করেন। ২০০২ সালে ক্যারিয়ার উন্নয়নের জন্য তিনি বেইজিংয়ে আসেন। ২০০৫ সালে তিনি একটি টিভি নাটকের জন্য ‘সাদা-কালো চলচ্চিত্র’ নামে গান সৃষ্টি করেন। সে বছরের দ্বিতীয়ার্ধে তিনি প্রথম একক অ্যালবাম ‘'কঠোর ব্রহ্মচর্য’ রেকর্ড শুরু করেন।

২০০৬ সালের ১ মার্চ মুও ইয়ানলিন তাঁর প্রথম একক অ্যালবাম ‘'কঠোর ব্রহ্মচর্য’ প্রকাশ করেন। এতে শিরোনাম গানসহ মোট দশটি গান অন্তর্ভুক্ত করা হয়। অ্যালবামে প্রত্যেক গান একটি গল্প বা একটি বিশেষ মেজাজের প্রকাশ। অ্যালবামের শিরোনাম গানটি তাঁর নতুন যুগে জীবনের প্রস্তাব ঘোষণার একটি গান। এটি এক নারীর 'কঠোর ব্রহ্মচর্যের জন্য একটি আনুষ্ঠানিক আহ্বান হিসেবে দেখা হয়। গানটিতে তিনি মজার স্বরে অর্থহীন প্রেমের গল্প বলেন। তিনি নারী-পুরুষের ভালোবাসা ও ঘৃণাতে ক্লান্ত নারী বন্ধুদের প্রতি লাভ-গেম থেকে দূরে থাকতে এবং ব্রহ্মচর্যের অবাধ, স্বেচ্ছাধীন বিশ্ব উপভোগ করার আহ্বান জানান। বন্ধুরা, এখন অ্যালবামের শিরোনাম গান ‘'কঠোর ব্রহ্মচর্য’ আপনাদেরকে শোনাতে চাই। সঙ্গে সঙ্গে শোনাব, অ্যালবামে অন্য একটি জনপ্রিয় গান ‘নিয়ে যাওয়া’।

মুও ইয়ানলিন ‘একটু ভালবাসি’ গানটির মূল গায়িকা। গানের সংগীত ও লিরিক্স দু’টোই তাঁর সৃষ্টি। গানটি তাঁর ২০০৮ সালে প্রকাশিত অ্যালবাম ‘ঘরোয়া প্রেমের গান-এ রাখা হয়। আসলে ২০১৩ সালে তিনি গানটি দ্বৈত গানে পরিবর্তন করেন, এবং সেটি চলচ্চিত্র ‘আমার লাকি স্টার’-এর থিমসং হিসেবে প্রকাশিত হয়।

বন্ধুরা, কিছুক্ষণ আগে আপনারা যে ‘একটু ভালবাসি’ গানটি শুনছিলেন, সে মুও ইয়ানলিনের দ্বিতীয় অ্যালবাম ‘ঘরোয়া প্রেমের গান’ থেকে নেওয়া। আসলে ১৬টি গান অন্তর্ভুক্ত অ্যালবামে ‘আমার চোখের নিচে ডার্ক-সার্কেল’ নামে গানটি আছে। অ্যালবাম প্রকাশের জন্য অপেক্ষা করার দিনগুলোতে তিনি সারা রাত গান শুনতেন ও লিখতেন। যদিও সেসময় তিনি জানতেন না এসব গান কবে প্রকাশিত হবে। যদিও সারারাত জেগে চোখের নিচে ডার্ক-সার্কেল হয়। কিন্তু স্বপ্ন আসলে দূর নয়। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি ‘আমার চোখের নিচে ডার্ক-সার্কেল’ গানটি আপনাদেরকে শোনাবো।

২০১৫ সালের জানুয়ারিতে মুও ইয়ানলিন মূল অ্যালবাম ‘বলার সাথে সাথে চলে যায়’ প্রকাশ করেন। অ্যালবামে মোট ১০টি গান রাখা হয় এবং মুও ইয়ানলিন অ্যালবামটি দিয়ে মিউজিক পাইওনিয়ার অ্যাওয়ার্ডসে বছরের (মূল-ভূখণ্ড) সেরা অগ্রগামী গায়ক-গীতিকার পুরস্কার জেতেন। এতে রাখা ‘ছুটন্ত, ব্যাঙ’ গানটি বছরের (মূল-ভূখণ্ড) দশটি অগ্রগামী গান পুরস্কার জেতে।

আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষে আমি মুও ইয়ানলিনের আরেকটি গান আপনাদেরকে শোনাবো। গানের নাম ‘জেগে উঠে আবার স্বপ্ন দেখা’।

Share this story on

Messenger Pinterest LinkedIn