‘এক শ’
বন্ধুরা, এখন শুনুন লি রুং হাও-এর গান ‘সুরকার’। গানের কথাগুলো এমন: অনেক দিন আর দেখি না তোর চুল লম্বা। কিভাবে অনুপ্রাণিত করা যায়, সে সম্পর্কে কথা বলো। আমি ভয় পাচ্ছি যে, গানের কথা স্থূল এবং অতিরঞ্জিত হবে। একটি টেপ বাজাও, ১৯৭০ এবং ১৯৮০ এর দশক। আমি শুধু অর্ধেক শুনেছি এবং দুঃখ বোধ করেছি। প্রতিটি বাক্যে আবেগ এখন। সুরকার, আমাদের জীবনের সবচেয়ে সাধারণ গান লিখো। সুরকার তুমি যাকে ভালবাসো তাকে বলো তুমি কতটা সত্য ও গভীর।
আচ্ছা, শুনুন গানটি।
বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো লি রুং হাও-এর আরেকটি গান, গানের নাম ‘কালো ঘোড়া’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি রুং হাও-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।