'জেড'
সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।
বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী চাং ই সিংয়ের কন্ঠে ‘জেড’ শীর্ষক গান। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চাং ই সিংয়ের পরিচয় করবো এবং তাঁর গান শোনাবো। তিনি ১৯৯১ সালের ৭ অক্টোবর হুনান প্রদেশের ছাংশা শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, অভিনেতা ও দক্ষিণ কোরিয়ার পুরুষ সংগীত গ্রুপ EXO/EXO-M’র একজন সদস্য। তার প্রথম যে-গানটি শোনাবো সেটি গত ফেব্রুয়ারি মাসে রিলিজ হয়। গানটির নাম ‘ভালো হবে’। তখন চীনে কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে। সবাই লকডাউনে। তিনি নিজে গানটির সুর রচনা করেন এবং কথা লিখেছেন। গানটিতে চীনা মানুষকে ভাইরাস প্রতিরোধে উত্সাহ দেন তিনি। চলুন, গানটি শোনা যাক।
বন্ধুরা, শুনছিলেন চাং ই সিংয়ের কন্ঠে ‘NAMANANA’ শীর্ষক গান। ২০১২ সালের এপ্রিল মাসে সংগীত গ্রুপ EXO ও তার শাখা EXO-M গ্রুপে যোগ দেন তিনি। ২০১৫ সালের ৮ এপ্রিল তিনি চীনে নিজের স্টুডিও গড়ে তোলেন। একই মাসে তিনি একটি টিভি শোতে অংশ নেয়ার পর চীনে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘গুড নাইট’ শীর্ষক গান। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। চাং ই স্যিং নিজে গানটির সুর রচনা করেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন চাং ই সিংয়ের কন্ঠে ‘গুড নাইট’ শীর্ষক গান। ২০১৬ সালের জুন মাসে তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। এ চলচ্চিত্র দিয়ে তিনি চতুর্থ চীন-ব্রিটেন চলচ্চিত্র উত্সবের শ্রেষ্ঠ সহায়ক অভিনেতার পুরস্কার লাভ করেন। একই বছরে তিনি নিজের প্রয়োজিত অ্যালবাম প্রকাশ করেন। তিনি অ্যালবামটি দিয়ে ভিচ্যাট অ্যাওয়ার্ডস’র (Vchart Awards) বার্ষিক শ্রেষ্ঠ অ্যালবাম ও চীনের অভ্যন্তরীণ শ্রেষ্ঠ কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘শীপ’ শীর্ষক গান। গানটি ২০১৭ সালে রিলিজ হয়। চাং ই সিং নিজে গানটির সুর রচনা করেন এবং কথা লিখেছেন। চলুন, আমরা গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন চাং ই সিংয়ের কন্ঠে ‘শীপ’ শীর্ষক গান। ২০১৭ সালের অক্টোবরে তিনি নিজের দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। একই বছরে তিনি নবম ম্যাকাও আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে সেরা সহায়ক অভিনেতা মনোনীত হন। ২০১৮ সালে তিনি তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। একই বছরের ২ সেপ্টেম্বর প্রকাশিত ‘চীনা চলচ্চিত্র স্টার সামাজিক দায়িত্ব গবেষণা প্রতিবেদন’-এ চাং ই স্যিং চতুর্থ স্থানে ছিলেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘একা’ শীর্ষক গান। গানটি ২০১৫ সালের ৭ অক্টোবরে তাঁর জন্মদিনে রিলিজ হয়। তিনি নিজে গানটির সুর রচনা করেন এবং কথা লিখেন। চলুন, গানটি শুনবো।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।