'অন্য তীরে ফুল '
সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।
বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী লিউ সি জুনের কন্ঠে ‘আমি তোমাকে ভালবেসেছি’ শীর্ষক গান। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে লিউ সি জুনের পরিচয় দেবো এবং তার কণ্ঠে গান শোনাবো। তিনি ১৯৮৮ সালের ৩০ এপ্রিলে কুয়াংদং প্রদেশের শেনচেন শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও সংগীত প্রযোজক। ২০০৪ সালে তিনি নিজের প্রথম গান প্রকাশ করেন। ২০০৯ সালে তিনি হুনান প্রদেশের একটি নারী সংগীত প্রতিযোগিতায় পঞ্চম স্থান লাভ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘অন্য তীরে ফুল’ শীর্ষক গান। গানটি গত ২১ মে মাসে প্রকাশিত হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন লিউ সি জুনের কন্ঠে ‘দুর্দান্ত মেজাজ’ শীর্ষক গান। ২০১৭ সালে তিনি পঞ্চম অ্যালবাম প্রকাশ করেন। ২০১৯ সালে তিনি নিজের প্রথম রক ইপি প্রকাশ করেন। ২০১০ সালে তিনি লাইভ সংগীত সম্মেলন আয়োজন করেন। তিনি সম্মেলনের সকল আয় দুর্যোগপূর্ণ এলাকায় দান করেন। একই বছরের ২৬ নভেম্বর তিনি রাশিয়ায় আয়োজিত ‘বাঘ সুরক্ষা শীর্ষ সম্মেলনে’ গান পরিবেশন করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘বোধি কবিতা’ শীর্ষক গান। গানটি একটি চলচ্চিত্রের থিম সং। বোধি কবিতা হলো বৌদ্ধধর্মের কবিতা। গানটি ২০১৮ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন লিউ সি জুনের কন্ঠে ‘বোধি কবিতা’ শীর্ষক গান। তিনি কুয়াংদং প্রতেশের একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। জুনিয়ার বিদ্যালয়ের সময় তাঁর বাবা-মার বিবাহবিচ্ছেদ হয়। তিনি চার বা পাঁচ বছর বয়স থেকে গান গাইতে শুরু করেন। এখন শোনবো তাঁর কন্ঠে ‘সময়ের ধীরগতির ভ্রমণ’ শীর্ষক গান। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। গানটিতে বলা হয়েছে: রাতে কোনো কোনো মানুষ রেস্তরাঁয় গল্প শোনে। কোনো কোনো মানুষ এখনো কিছু খায়নি। দিনে শক্তিশালী, কিন্তু রাতে আসল নিজে পরিণত হয় মানুষ।
আচ্ছা, আমরা একসঙ্গে গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন লিউ স্যি চুন-এর কন্ঠে ‘সময়ের ধীরগতির ভ্রমণ’ শীর্ষক গান। তিনি সিনিয়র বিদ্যালয়ের সময় সংগীত নিয়ে লেখাপড়া শুরু করেন। বিদ্যালয়ে তিনি দুই বার সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘দূরের গান’ শোনাবো। গানটি ২০১৭ সালে রিলিজ হয়। লিউ স্যি চুন-এর কন্ঠ সুমধুর ও নরম। গানটিতে বলা হয়েছে: আমি দূর থেকে একটি সংগীত রচনা করে দূরে তোমাকে পাঠাবো। তোমার হাসি ও আমার হাসি মিলেমিশে আছে। এটি হলো আমাদের আগের স্মৃতি। হাসিতে আর কান্নায় আগের তোমাকে বিদায় করি। আমার সংগীতে আমাদের গল্প বলা হয়েছে।
চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।