'অন্য তীরে ফুল '
আচ্ছা, আমরা একসঙ্গে গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন লিউ স্যি চুন-এর কন্ঠে ‘সময়ের ধীরগতির ভ্রমণ’ শীর্ষক গান। তিনি সিনিয়র বিদ্যালয়ের সময় সংগীত নিয়ে লেখাপড়া শুরু করেন। বিদ্যালয়ে তিনি দুই বার সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘দূরের গান’ শোনাবো। গানটি ২০১৭ সালে রিলিজ হয়। লিউ স্যি চুন-এর কন্ঠ সুমধুর ও নরম। গানটিতে বলা হয়েছে: আমি দূর থেকে একটি সংগীত রচনা করে দূরে তোমাকে পাঠাবো। তোমার হাসি ও আমার হাসি মিলেমিশে আছে। এটি হলো আমাদের আগের স্মৃতি। হাসিতে আর কান্নায় আগের তোমাকে বিদায় করি। আমার সংগীতে আমাদের গল্প বলা হয়েছে।
চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।