‘হারবিন’
২০১২ সালে টিভি সংগীত প্রতিযোগিতা ‘ভয়েস অফ চায়না’ বেশ জনপ্রিয় হয়েছে। এই অনুষ্ঠান থেকে অনেক নতুন গায়ক গায়িকা জন্ম হয়েছে এবং অনেক চমত্কার পারমরমেন্স ও গান পরিদর্শন করা হয়। এই অনুষ্ঠানের জনপ্রিয়তা ও সাফল্যে লিউ চৌ বড় ভূমিকা রয়েছে। তার প্রযোজনা ও রিকম্পাজিশনের জন্য সেসব সুন্দর গান শুনতে পারে। এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক মানুষ লিউ চৌকে জানতে পেরেছে। বন্ধুরা, এখন শুনুন সেই অনুষ্ঠানে লিউ চৌ’র প্রযোজনা করা একটি সুন্দর গান ‘সবচেয়ে রোমান্টিক ব্যাপার’।
লিউ চৌ’র রিকম্পাজিশনের সময় অনেক নতুন উপাদান যোগ হবে, যা পুরানো গানের জন্য নতুন প্রাণশক্তি যোগাবে। বন্ধুরা, এবার আমরা শুনবো তার রিকম্পাজিশন এবং জনপ্রিয় গায়ক লি চিয়ান ও ইউয়ে ইয়ুন পেংয়ের গাওয়া গান ‘মেয়ের প্রেম’। গানটি হল চীনের বিখ্যাত প্রাচীন বই ‘পশ্চিমদেশ অভিমুখে যাত্রা’ অনুসারে তৈরি টিভি সিরিজের একটি গান। পুরানো গানে তিনি বেইজিং অপেরার উপাদান দিয়েছে যে দর্শকদের একদম নতুন অভিজ্ঞতা দিয়েছে। বন্ধুরা, এখন গান ‘মেয়ের প্রেম’ শুনুন।
লিউ চৌ’র প্রযোজনার দক্ষতা চীনা সংগীত মহলের ব্যাপক স্বীকৃতি ও প্রশংসা পায়। তিনিও অনেক জনপ্রিয় ও বিখ্যাত গায়ক গায়িকার জন্য গান তৈরি করেছেন। বন্ধুরা, এবার আমরা শুনবো চীনের বিখ্যাত গায়িকা সোং চু ইং ও কানাডার বিখ্যাত গায়িকা সেলিন ডিওনের সঙ্গে গাওয়া চীনের একটি জনপ্রিয় গান ‘জেসমিন’। গানটি ২০১৩ সালে চীনের বসন্ত উত্সব গালায় পরিবেশন করা হয় এবং ব্যাপক জনপ্রিয় হয়। বন্ধুরা, এখন গানটি শুনি।
লিউ চৌ’র তৈরি জনপ্রিয় গান অনেক বেশি। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে চীনের জনপ্রিয় গায়িকা হুয়াং ছি শানের জন্য তৈরি গান ‘ছিন্ন প্রেম’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।
বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।