বাংলা

‘মেয়ে’

CMGPublished: 2024-08-07 22:40:30
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেং ছুন শেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ছেন ছু শেং, ১৯৮১ সালের ২৫ জুলাই চীনের হাইনান প্রদেশের সানইয়া শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের পপ সংগীত মহলের বিখ্যাত গায়ক। তিনি একজন অভিনেতা এবং সুরকারও বটে। এ ছাড়া, ছেন ছু শেং হলেন চীনের হাইনান প্রদেশের যুব কমিশনের সদস্য। তিনি অলিম্পিক গেমসের মশালধারীর মর্যাদাও পেয়েছিলেন।

১৯৯৫ সালে ছেন ছু শেং গিটারের প্রেমে পড়েন এবং গিটার বাজানো শিখেন। ১৯৯৭ সালে তিনি নিজের প্রথম গিটার পান। ১৯৯৯ সালে তিনি বাসার কাছাকাছি একটি পানশালায় খণ্ডকালীন গায়ক হিসেবে কাজ শুরু করেন।

২০০৭ সালে ছেন ছু শেং হুনান টেলিভিশনের আয়োজিত ‘সুপার বয়ে’ কণ্ঠশিল্পীর প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। এর মাধ্যমে তিনি সারা চীনে বিখ্যাত হয়ে ওঠেন। ২০০৯ সালের ডিসেম্বর মাসে ছেন ছু শেংয়ের প্রথম সংগীতানুষ্ঠান বেইজিংয়ে আয়োজিত হয়।

বন্ধুরা, এখন শুনুন ছেন ছুনশ শেং-এর গান ‘মেয়ে’। গানের কথায় বলা হয়, তোমাকে নিয়ে কতবার স্বপ্ন দেখেছি মেয়ে। তোমার সুন্দর হাসি নিয়ে স্বপ্ন দেখি। তোমার চিঠি পড়ে তোমার গান গাই। তোমাকে নিয়ে কতবার স্বপ্ন দেখেছি মেয়ে। তোমার সুন্দর হাসি নিয়ে স্বপ্ন দেখো। সূর্য তোমার জন্য জ্বলে আর চাঁদ তোমার জন্য উদয় হয়। তারা তোমার জন্য জ্বলজ্বল করে।

বন্ধুরা, এখন শুনুন ছেন ছু শেং-এর গান ‘যখন বাতাস আসে, তখন তোমার কথা মিস করি’। গানের কথায় বলা হয়, কে আমাকে ভুলাতে পারে তোমায়। আমি একটি ডায়েরি লিখব কি করে? মাঝ হাওয়ায় উড়ছে হৃদয়। একাকীত্বে অভ্যস্ত। তোমার সাথে দেখা হয়েছে, তোমার প্রেমে পড়েছে। অবশেষে শান্তি ফিরে এসেছে। আমি একটি নির্বাক ফিল্ম আমার স্মৃতি কাটা। আমাদের আন্তরিক অতীতকে স্মরণ করার জন্য আপনি মূল্যবান। যখনই মৃদু বাতাস আমার চুল উড়িয়ে দেয়। এটা সবসময় আমাকে সেই সময়ের বিচ্ছেদের দৃশ্যের কথা মনে করিয়ে দেয়।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো ছেন ছু শেং-এর আরেকটি গান, গানের নাম ‘ভোরের অপেক্ষা করি’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেং ছু শেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn