বাংলা

ইয়ো ইয়ো শাম

CMGPublished: 2024-08-07 14:43:15
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ইয়ো ইয়ো শাম ১৯৮৪ সালের ৭ নভেম্বরে চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি চীনা ভাষা পপসংগীত মহলের একজন নারী কণ্ঠশিল্পী।

বন্ধুরা, শুনছিলেন ইয়ো ইয়ো’র গান ‘লাইট চেজার’। গানটি ছিল একটি টিভি নাটকের গান এবং ২০১৭ সালের জুন মাসে প্রকাশিত সাউন্ডট্র্যাক অ্যালবামে রাখা হয়। তারপর একই বছরের ডিসেম্বরে তাঁর প্রকাশিত অ্যালবাম ‘লাইভ অ্যাট ব্লু নোট বেইজিংয়ে’ অন্তর্ভুক্ত করা হয়। ২০১৮ সালে গানটি পরপর বছরের টিভি নাটক একক গান পুরস্কার ও বছরের গোল্ড সং পুরস্কার জেতে। আসলে যখন ইয়ো ইয়ো’র বয়স ১৭ বছর, তখন তিনি হংকং ত্যাগ করে লেখাপড়ার জন্য কানাডায় যান। স্নতক হবার পর তিনি বেইজিংয়ে চাকরি করতে আসেন। চাকরির কারণে তিনি বিখ্যাত সংগীতজ্ঞ জনাথন লি’র সঙ্গে পরিচিত হন। তিনি ইয়ো ইয়ো’কে সংগীতে উত্সাহ দেবার পাশাপাশি তাকে নিজের স্টুডিওতে গান রচনা করতে আমন্ত্রণ জানান। অনেক সংগীতজ্ঞদের সাথে কাজ করার পাশাপাশি ইয়ো ইয়ো জ্যাজ বারে গান ও ডেমো গান। তিনি সবই সংগীতের সঙ্গে সম্পর্কিত কাজে নিযুক্ত থাকেন। তাঁর অ্যালবামে রাখা অধিকাংশ গান সে সময় সম্পন্ন করা হয়। বেইজিংয়ের জীবন শেষ করার পর তিনি হংকংয়ে ফিরে যান। নিজের জন্মস্থানে পেশাদার সংগীতানুষ্ঠানের কোরাস কাজ শুরু করেন। আচ্ছা বন্ধুরা, এতক্ষণ তাঁর কথা বলার পর আমি আপনাদের ইয়ো ইয়ো’র অন্য একটি গান শোনাব, কেমন? গানের নাম ‘ফাঁক’।

বন্ধুরা, ২০০৮ সাল থেকে ইয়ো ইয়ো শেম তাঁর সঙ্গীতানুষ্ঠানের কোরাস কাজ শুরু করেন। তখন থেকে তিনি পরপর ইসন চ্যান খলিল ফং এবং মিরিয়াম ইয়েং-এর মতো হংকংয়ের অনেক বিখ্যাত কণ্ঠশিল্পী, এমনকি সিঙ্গাপুরের তানিয়া চুয়া’র মতো শিল্পীর জন্য কোরাস করেছেন। ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি নিজের প্রথম ম্যান্ডারিন একক গান ‘কথায়’ প্রকাশ করেন। ২০১৫ সালের জানুয়ারি তিনি তাঁর প্রথম আনুষ্ঠানিক অ্যালবাম ‘হিয়ার’ প্রকাশ করেন। হস্তনির্মিত ২ হাজার সীমিত সংস্করণ এক দিনের মধ্যেই হংকং অনুরাগীদের কাছে বিক্রি হয়ে যায়। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি অ্যালবাম থেকে “আলোর ডানা” গানটি আপনাদের শোনাব, কেমন?

‘তাত্ক্ষণিক ইউটোপিয়া’ হলো ইয়ো ইয়ো শামের ২০১৭ সালের ১৭ মে প্রকাশিত একটি গান। আসলে তাত্ক্ষণিক ইউটোপিয়া হলো একটি ধারণা, যা ব্রিটিশ দার্শনিক টমাস মোরের বই ‘ইউটোপিয়া’ থেকে আসে। ধারণাটি ব্যস্ত ও চাপযুক্ত জীবনে আদর্শ জীবনের অবস্থার প্রতি মানুষদের সাধনা ও আকাঙ্ক্ষা জোরদার করার কথা বলা হয়। জীবনের দ্রুত গতিতে থাকলেও মানুষ আধ্যাত্মিক আরাম এবং বিশ্রামের একটি মুহূর্ত আকাঙ্ক্ষা করে। যদিও এসব মুহূর্ত স্বল্পস্থায়ী হয়। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি ইয়ো ইয়ো’র ‘তাত্ক্ষণিক ইউটোপিয়া’ গানটি আপনাদের শোনাই।

‘দ্বিধা’ হলো টিভি নাটক ‘দ্য গাটার-এর জন্য ইয়ো ইয়ো এবং বিখ্যাত সুরকার মাইক অরেঞ্জের যৌথ-সৃষ্ট থিমসং। গানের মাধ্যমে সামাজিক ঘটমান বিষয় এবং মানবতার দীপ্তি প্রতিফলিত হয় এবং বিশেষ পরিবেশে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন ও মানব প্রকৃতির জটিলতা দেখায়। ইয়ো ইয়োর গানের মাধ্যমে জীবনের দ্বিধার সামনে মানুষ আশা ও মুক্তির পথ খুঁজে বের করার প্রত্যাশা করে।

ইয়ো ইয়ো আরেকটি গান দিয়ে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। গানের নাম ‘সর্বদা ইচ্ছুক’।

Share this story on

Messenger Pinterest LinkedIn