বাংলা

ইয়ো ইয়ো শাম

CMGPublished: 2024-08-07 14:43:15
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘তাত্ক্ষণিক ইউটোপিয়া’ হলো ইয়ো ইয়ো শামের ২০১৭ সালের ১৭ মে প্রকাশিত একটি গান। আসলে তাত্ক্ষণিক ইউটোপিয়া হলো একটি ধারণা, যা ব্রিটিশ দার্শনিক টমাস মোরের বই ‘ইউটোপিয়া’ থেকে আসে। ধারণাটি ব্যস্ত ও চাপযুক্ত জীবনে আদর্শ জীবনের অবস্থার প্রতি মানুষদের সাধনা ও আকাঙ্ক্ষা জোরদার করার কথা বলা হয়। জীবনের দ্রুত গতিতে থাকলেও মানুষ আধ্যাত্মিক আরাম এবং বিশ্রামের একটি মুহূর্ত আকাঙ্ক্ষা করে। যদিও এসব মুহূর্ত স্বল্পস্থায়ী হয়। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি ইয়ো ইয়ো’র ‘তাত্ক্ষণিক ইউটোপিয়া’ গানটি আপনাদের শোনাই।

‘দ্বিধা’ হলো টিভি নাটক ‘দ্য গাটার-এর জন্য ইয়ো ইয়ো এবং বিখ্যাত সুরকার মাইক অরেঞ্জের যৌথ-সৃষ্ট থিমসং। গানের মাধ্যমে সামাজিক ঘটমান বিষয় এবং মানবতার দীপ্তি প্রতিফলিত হয় এবং বিশেষ পরিবেশে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন ও মানব প্রকৃতির জটিলতা দেখায়। ইয়ো ইয়োর গানের মাধ্যমে জীবনের দ্বিধার সামনে মানুষ আশা ও মুক্তির পথ খুঁজে বের করার প্রত্যাশা করে।

ইয়ো ইয়ো আরেকটি গান দিয়ে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। গানের নাম ‘সর্বদা ইচ্ছুক’।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn