‘ভোরের মত সুন্দর’
বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী লি চিয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।
লি চিয়ান, ১৯৭৪ সালের ২৩ সেপ্টেম্বর চীনের হেইলুংজিয়াং প্রদেশের হারবিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূলভূভাগের পপ সঙ্গীত মহলের বিখ্যাত গায়ক, সুরকার ও সঙ্গীত প্রযোজক। তিনি চীনের প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয় ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের বিদ্যুত্ প্রকৌশল বিভাগ থেক স্নাতক ডিগ্রি লাভ করেন।
লি চিয়ান একটি শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন। পরিবারের প্রভাবে ছোটবেলা থেকে লি চিয়ান অপেরা শিখেন এবং কুংফুও শিখেন। ১৯৮৫ সালে মাধ্যমিক স্কুলে ভর্তি হওয়ার পর লি চিয়ান একটি চলচ্চিত্রের প্রভাবে গিটার পছন্দ করা শুরু করেন। ১৯৮৮ সালে লি চিয়ানের মা দুই মাসের বেতন দিয়ে লিচিয়ানকে ভালো একটি গিটার কিনে দেন। যাতে ছেলের সঙ্গীতের স্বপ্ন পূরণ হয়।
২০০১ সালে লি চিয়ান কণ্ঠশিল্পী লু কেং সুই-এর সঙ্গে ‘সুই মু নিয়ান হুয়া’ নামে একটি সঙ্গীত ব্যান্ড গঠন করে আনুষ্ঠানিকভাবে সঙ্গীত মহলে যোগ দেন। ২০০২ সালে লি চিয়ান এই সঙ্গীত ব্যান্ড থেকে সরে গিয়ে ব্যক্তিগতভাবে সঙ্গীত উন্নত করার সিদ্ধান্ত নেন। ২০০৩ সালে লি চিয়ানের প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘পানির মত সময়’ বাজারে আসে। ২০০৬ সালে লি চিয়ান ‘তোমার জন্য এসেছি’ অ্যালবাম নিয়ে ১২তম গ্লোবাল চাইনিজ মিউজিকের মূলভূভাগের শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীর পুরস্কার পান।
বন্ধুরা, এখন শুনুন লি চিয়ানের কণ্ঠে ‘ভোরের মত সুন্দর’। গানের কথাগুলো এমন: তুমি ঘুম থেকে ওঠার আগেই আমি চুপচাপ চলে গেছি। প্রথম দমকা হাওয়ার মুখোমুখি হয়ে শেষ কুয়াশা অতিক্রম করছি। ভোর এখনো হয়নি, কিন্তু আমার মনের মধ্যে ইতিমধ্যেই প্রত্যাশা আছে। যদিও এখনও ব্যথা আছে, আমি ইতিমধ্যে ধৈর্যের সঙ্গে অভ্যস্ত হয়েছি। শুনি স্বর্গের পাখি গান গাইতে শুরু করেছে যে, হাওয়া আসে আর যায়। এখনো ঘুরে বেড়ায়। স্বপ্নদর্শীকে দেখলাম রঙিন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে।
আচ্ছা, শুনুন গানটি
বন্ধুরা, এখন শুনুন লি চিয়ানের কণ্ঠে ‘স্বপ্নপূরণ’ গানটি। গানের কথায় বলা হয়, আমি সেই স্বপ্ন যা তুমি দেখো। দেখা হোক বা না হোক, সারাজীবন তোমায় জড়িয়ে থাকবো। আর তুমি যে পৃথিবীকে ভালোবাসো আমি তাকে ভালোবাসবো। তুমি চাও হাসতে পারো। আমি অসহায়ভাবে তোমার হাত ধরে আছি। দয়া করে আমাকে আগামীকাল নিয়ে যাও। যদি কখনো তিক্ত হয়ে থাকো আমার মাধুরী।
আচ্ছা, শুনুন গানটি।
বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো লি চিয়ানের আরেকটি গান, গানের নাম ‘ফোটা’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি চিয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।