‘ভোরের মত সুন্দর’
আচ্ছা, শুনুন গানটি
বন্ধুরা, এখন শুনুন লি চিয়ানের কণ্ঠে ‘স্বপ্নপূরণ’ গানটি। গানের কথায় বলা হয়, আমি সেই স্বপ্ন যা তুমি দেখো। দেখা হোক বা না হোক, সারাজীবন তোমায় জড়িয়ে থাকবো। আর তুমি যে পৃথিবীকে ভালোবাসো আমি তাকে ভালোবাসবো। তুমি চাও হাসতে পারো। আমি অসহায়ভাবে তোমার হাত ধরে আছি। দয়া করে আমাকে আগামীকাল নিয়ে যাও। যদি কখনো তিক্ত হয়ে থাকো আমার মাধুরী।
আচ্ছা, শুনুন গানটি।
বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো লি চিয়ানের আরেকটি গান, গানের নাম ‘ফোটা’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি চিয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।