সংগীতদল ‘হুই ছুন তান’
‘‘হুই ছুন তান’ চীনের মূল-ভূখণ্ডের একটি ব্যান্ড। ব্যান্ডটি ২০১৬ সালে কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ছিনচৌ শহরে প্রতিষ্ঠিত হয়। ব্যান্ডটির সদস্য হচ্ছেন লিউ সিমেং, কুও জেছুন, চিয়ান তান এবং ওয়ে কাওফেই।
আজকের ‘তোমার জন্য গান’ আসরের শুরুতে আমি আপনাদেরকে ব্যান্ডটির একটি গান শোনাবো। কেমন? গানের নাম ‘উত্তেজনামুখর মৃত্যুর অনুষঙ্গ’। গানটি তাদের ২০১৯ সালে স্বাধীনভাবে প্রকাশিত একই নামের ইপি থেকে নেওয়া।
বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হবার পর হু ছুন তানের সদস্যরা জন্মস্থান ছিনচৌয়ে ফিরে যান। তাদের মধ্যে কেউ কেউ আদালতে চাকরি করেন, কেউ কেউ পুলিশ স্টেশন বা চলচ্চিত্র ও টেলিভিশন বিজ্ঞাপন কোম্পানিতে চাকরি করেন। সপ্তাহান্তে বিরক্তিকর জীবন থেকে বেরিয়ে আসার জন্য তারা মিলিত হয়ে ব্যান্ড খেলেন। তখন তাদের একটি ড্রাম সেট ও কয়েকটি গিটার এমপ্লিফায়ার ছিল। সে সময় ছিনচৌ থেকে বের হয়ে নাননিংয়ের বাইরে গিয়ে সারা দেশে যাবার পরিকল্পনা তাদের হৃদয়ে আস্তে আস্তে অঙ্কুরিত হয়। সুতরাং ২০১৬ সালের শুরুর দিকে চারজন ৯০’র দশকে জন্মগ্রহণ করা পরিণত তরুণ অভিন্ন শখের কারণে ব্যান্ডটি প্রতিষ্ঠা করে। ২০১৮ সালের ২২ জুন ‘হুই ছুন তান’ ‘খামখেয়ালি’ নামে একক গান প্রকাশ করে এবং একই বছরের ২৯ নভেম্বর অন্য একটি একক গান ‘ন্যায্য’ প্রকাশ করে। আচ্ছা বন্ধুরা, এখন তাহলে আমি ‘ন্যায্য’ গানটি আপনাদের শোনাই, কেমন?
২০২১ সালের ২২ অক্টোবর হুই ছুন তান ‘কানের ভূত বেরিয়ে আসে’ নামে অ্যালবাম প্রকাশ করে। আসলে এটি তাদের জন্মস্থাণ ছিনচৌ’র একটি স্থানীয় ভাষা। এর অর্থ হলো স্পষ্টভাবে শোনা যায় না বা ভুল শোনা যায়। যদিও স্পষ্টভাবে শোনা যায় না, তার ফলে ভুল বোঝাবুঝি হতে পারে। তারপর ‘সুন্দর ভুল বোঝা’ও হতে পারবে। অ্যালবামে মোট ৯টি গান অন্তর্ভুক্ত করা হয়। কিছুক্ষণ আগে আপনারা যে ‘উত্তেজনামুখর মৃত্যুর অনুষঙ্গ’ এবং ‘ন্যায্য’ গান দু’টো শুনেছেন, সেগুলিও এ অ্যালবাম থেকে নেওয়া। তাহলে এখন আমি অ্যালবামের শিরোনাম গান ‘কানের ভূত বেরিয়ে আসে’ গান আপনাদের শোনাবো। সঙ্গে সঙ্গে শোনাব ‘এমিলি’ নামে গানটি।
গানটি কেমন লেগেছে আপনাদের? নিশ্চয়ই ভাল লেগেছে। প্রিয় শ্রোতাবন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ আসরের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে, অনুষ্ঠানের শেষে আমি আপনাদের আরেকটি গান শোনাতে চাই। গানের শিরোনাম ‘তাজা ফুল’। আশা করি, আজকের অনুষ্ঠানের অন্যান্য গানের মতো এই গানটিও আপনাদের ভালো লাগবে।