বাংলা

‘চীন দেশ’

CMGPublished: 2024-07-30 13:18:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী লি ইয়ু কাং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

লি ইয়ু কাং, চীনের যুব শিল্পী। তিনি চায়না অপেরা এ্যান্ড ড্যান্স-ড্রামা থিয়েটারের দেশের প্রথম শ্রেণীর অভিনেতা। ১৯৭৮ সালের ২৩ জুলাই চীনের চিলিন প্রদেশের কুং জু লিং শহরে জন্মগ্রহণ করেন।

১৯৯৬ সালে লি ইয়ু কাং উচ্চ বিদ্যালয় পাস করে ভালো ফলাফল অর্জন করেন। তারপর তিনি চিলিন প্রদেশের চিলিন কলেজ অব আর্টস-এ ভর্তি হন।

২০০৬ সালে লি ইয়ু কাং বেইজিংয়ে চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি’র আয়োজিত সংগীতানুষ্ঠান ‘সিংকুয়াংতাতাও’-এ যোগ দেন এবং সে বছরের তৃতীয় পুরস্কার পান। এর মাধ্যমে তিনি চীনা দর্শকদের কাছে পরিচিত ও বিখ্যাত হয়ে ওঠেন।

বন্ধুরা, এখন শুনুন লি ইয়ু কাং-এর গান ‘চীন দেশ’। গানের কথায় বলা হয়, যতদূর চোখ যায় ফুলের সাগর যেন রঙিন মেঘ। আমি বড় হওয়ার সাথে সাথে মাঠের বয়ে যাওয়া মেঘ আমাকে সঙ্গ দেয়। উজ্জ্বল পাহাড় ও নদী একটি চিত্রকর্মের মত। উষ্ণ পরিষ্কার আকাশের নিচে, দরজার সামনে ধানের ফুল ফুটেছে। যতদূর চোখ যায় ফুলের সাগর রঙিন মেঘের মতো বড় হওয়ার সাথে সাথে মাঠের বয়ে যাওয়া মেঘ আমাকে সঙ্গ দেয়। সুন্দর পাহাড় ও নদী যেন এক চিত্রকর্ম, সমৃদ্ধ ও সমৃদ্ধ। হাওয়া-বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে সুখের কান্না লুকিয়ে আছে। আমি এখনও পরবর্তী জীবনে চাইনিজ থাকব এবং চীনে প্রবেশের জন্য কোন অনুশোচনা নেই।

বন্ধুরা, এখন শুনুন লি ইয়ু কাং-এর গান ‘মেয়ের মনের প্রেম’। গানের কথায় বলা হয়: ম্যান্ডারিন হাঁস ও প্রজাপতি একসাথে ওড়ে। বাগানে বসন্তের দৃশ্য মাতাল। নিঃশব্দে পবিত্র সন্ন্যাসীকে জিজ্ঞাসা করুন। আমার মেয়ে কি সুন্দর? আমার মেয়ে কি সুন্দর? রাজকীয় ক্ষমতা ও সম্পদ বলতে কী বোঝ?

তুমি কি জন্য ভয় পাও? আমি শুধু এটা চিরকাল স্থায়ী হয়। আমি যাকে ভালোবাসি তার কাছাকাছি থাকি।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো লি ইয়ু কাং-এর আরেকটি গান, গানের নাম ‘এই জমি’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি ইয়ু কাং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn