বাংলা

‘যখন তুষার আসে’

CMGPublished: 2024-07-29 10:43:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সংগীতানুষ্ঠান ‘তোমার জন্য গান’। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের কন্ঠমিল্পী সু ইয়ৌ ফেংয়ের কন্ঠে ‘যখন তুষার আসে’ শীর্ষক গান। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে সু ইয়ৌ ফেংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর তাইপেই শহরের সিনই এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, অভিনেতা, প্রযোজক ও সম্পাদক। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘ব্যাকপ্যাক’ শীর্ষক গান। গানটি ১৯৯৪ সালের ১ মার্চ প্রকাশিত হয়। গানটিতে একজন তরুণের স্বপ্ন বাস্তবায়নের পথের বিভিন্ন কঠিনতা ও বিভ্রান্তির বর্ণনা দেওয়া হয়েছে। প্রতিকূলতার মধ্যেও তিনি অভিজ্ঞতা অর্জন করেন এবং অব্যাহতভাবে সামনে এগিয়ে যান। চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, আপনারা শুনছিলেন সু ইয়ৌ ফেংয়ের কন্ঠে ‘জীবনে কী চাও?’ শীর্ষক গান। সু ইয়ৌ ফেংয়ের অভিনীত টিভি সিরিজ একই সময় সেরা সিরিজ ছিল। ২০০৮ সালে তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। সে বছর তিনি ৩০তম হান্ড্রেড ফ্লাউয়ার্স অ্যাওয়ার্ডের (Hundred Flowers Award) সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘ভালোবাসা’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন সু ইয়ৌ ফেংয়ের কন্ঠে ‘ভালোবাসা’ শীর্ষক গান। তিনি ২০১৭ সালে দ্বিতীয় ম্যাকাও আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। ২০১১ সালে তিনি চীনের ত্রয়োদশ ফিল্ম পারফর্মিং আর্ট সোসাইটি’র ‘গোল্ডেন ফিনিক্স পুরস্কার’-এর বিশেষ পদক লাভ করেন। ২০১২ সালে তিনি টিভি সিরিজে অভিনয় করেন। ২০১৩ সালে এশিয়ান আইডল উত্সব-এ ‘বছরের সবচেয়ে শক্তিশালী প্রযোজক’-এর পুরস্কার লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘সেই দিন পর্যন্ত অপেক্ষা করি’ শীর্ষক গান।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

Share this story on

Messenger Pinterest LinkedIn