বাংলা

‘ইচ্ছা মত করো’

CMGPublished: 2024-07-25 10:00:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজকের অনুষ্ঠানে চীনের একজন বিখ্যাত গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম লো ছি। তার শক্তিশালী কণ্ঠ চীনা সংগীত মহলে অনন্য। তিনি চীনের ‘প্রথম রক গায়িকা’ হিসেবে পরিচিত। যেসব চীনা মানুষ রক সংগীত পছন্দ করে, তারা অবশ্যই লো ছি’র গান শুনেছে। ১৯৯১ সাল আত্মপ্রকাশের পর থেকে তিনি অনেক জনপ্রিয় রক গান গেয়েছেন এবং এক সময় চীনা রক সংগীত উন্নয়নে নেতৃত্ব দিয়েছেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন লো ছি’র একটি সুন্দর গান ‘ফিরে আসা’।

লো ছি ১৯৭৫ সালে চীনের চিয়াং সি প্রদেশের নানছাং শহরে জন্মগ্রহণ করেন। ১৩ বছর বয়সে তিনি মঞ্চে গান গাওয়া শুরু করেন। ১৬ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রক ব্যান্ড বন জোভির গান শোনেন এবং রক সংগীত পছন্দ করেন। উচ্চ বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি লো ছি বিভিন্ন জায়গায় পারফর্ম করেছেন। স্নাতক পাসের পর সংগীতের স্বপ্ন অনুসরণের জন্য তিনি বেইজিংয়ে আসেন। সেখানে তার সংগীত জীবন শুরু হয়।

১৯৯১ সালে লো ছি বিখ্যাত একজন সংগীত প্রযোজকের সুপারিশে রক ব্যান্ড ‘কম্পাসে’ যোগ করে প্রধান গায়িকার ভূমিকা পালন করেন। লো ছি’র শক্তিশালী কণ্ঠ ও প্রাণবন্ত পারফরমেন্সের শৈলী তখনকার চীনা সংগীত মহলে এক নতুন জীবনশক্তি যুগিয়েছে। যারা লো ছি’র পারফরমেন্স দেখেছেন তারা অবশ্যই তার গানে আকৃষ্ট হন। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো কম্পাসের একটি জনপ্রিয় গান ‘ইচ্ছা মত করো’।

১৯৯৩ সালে ব্যান্ড কম্পাসের প্রথম অ্যালবাম ‘শক্তিশালী হতে হয়’ মুক্তি পায়। এর আগে চীনে লো ছি’র মত এত শক্তিশালী রক গায়িকা কেউ ছিল না। আরো বেশি মানুষ লো ছি’র মাধ্যমে রক সংগীত জেনেছে ও পছন্দ করেছে। এই অ্যালবাম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, লো ছিও এজন্য বার্ষিক শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার অর্জন করেন। বন্ধুরা, এখন আমরা শুনবো অ্যালবামের একটি জনপ্রিয় গান ‘আমার ভবিষ্যত নেই’।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn