লিউ মেইলিন
লিউ মেইলিন ১৯৯৫ সালের ২৬ এপ্রিল চীনের হেইলংচিয়াং প্রদেশের রাজধানী হার্বিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন গায়িকা।
২০১৩ সালের ফেব্রুয়ারিতে তাইওয়ানের একজন প্রযোজকের সুপারিশে তিনি ‘শো সিটি টাইমসে’র সাথে চুক্তিবদ্ধ হয়ে আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে পা রাখেন। ১১ জুলাই তিনি প্রথম একক অ্যালবাম ‘আমার কী বড় হওয়া উচিত?’ প্রকাশ করেন। এতে ‘দ্য লিটল ম্যাচ গার্ল’, ‘করিডোর’ ও ‘আজেবাজে কথা’সহ মোট দশটি গান অন্তর্ভুক্ত করা হয়। একই বছরের অক্টোবর তিনি ১৩তম গ্লোবাল চাইনিজ মিউজিক অ্যাওয়ার্ডসে ‘সেরা জনপ্রিয় নতুন শিল্পী পুরস্কার’ জেতেন।
২০১৭ সালের ২৬ এপ্রিল লিউ মেইলিন তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘ইয়ুথ র্যাপসোডি’ প্রকাশ করেন। তাঁর প্রথম অ্যালবাম ‘আমার কী বড় হওয়া উচিত’ ১৮ বছর বয়স্কদের প্রতি তাঁর আকাঙ্ক্ষা ও অনুসন্ধান প্রশ্ন, তাহলে ‘ইয়ুথ র্যাপসোডি’ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জীবনের প্রতি তাঁর ‘সবচেয়ে ইয়ুথ’ র্যাপসোডিক ব্যাখ্যা। অ্যালবামে রাখা দশটি গানের বিচিত্রমুখী শৈলী ও বিষয় রয়েছে। তাহলে এখন আমি এখান থেকে দু’টো গান বেছে আপনাদেরকে শোনাব, কেমন? গান দু’টোর নাম ‘দুঃখিত, আমি তোমাকে ভালোবাসি’ এবং ‘বাথটাবে প্রজাপতি সাঁতার কাটে’।
তিন বছর পর, ২০২০ সালে লিউ মেইলিন তাঁর তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। ‘মেইড ইন মেইলিন’ হলো অ্যালবামের শিরোনাম। পপ ও ইলেক্ট্রনিক হলো অ্যালবামটির মৌলিক উপাদান। এতে লিউ মেইলিনের সংগীত দৃষ্টিভঙ্গি দেখা যায়, দেখা যায় সংগীতের প্রতি তাঁর অবিচল নির্ভরতা। অ্যালবামে মোট দশটি গান রাখা হয়। প্রত্যেকটি গানের বৈশিষ্ট্যময় গল্প ও অর্থ আছে। লিউ মেইলিন আংশিক গানের লিরিক্স ও সংগীতের সৃষ্টিতেও অংশ নেন। ‘লেট মি সাইন’ গানটির লিরিক্স তাঁর হাত থেকে এসেছে, গানটির মাধ্যমে তিনি ভাবাবেগে তাঁর স্ব মনোভাব প্রকাশ করেন। এ ছাড়া তিনি এবং অন্য একজন সংগীতজ্ঞ ওয়াং ইথাই’র সঙ্গে ‘বলা যায় না’ নামে গানটি সৃষ্টি করেন। তারা আশা করেন, শ্রোতারা অনেক ‘বলা যায় না’র মত ছোট গোপন ও ছোট সৌন্দর্য শুনতে পারেন।
‘একদিন তুমিও চলে যাবে নীরবে। নিঃশব্দে অদৃশ্য হয়ে যাও গভীর সমুদ্রে বা কুয়াশায়। গল্পে, আমরা আমাদের দেহকে আলিঙ্গন করি, বাতাসের গান শুনি এবং অবশেষে সবকিছু ছাই হয়ে যাবে। আমি যতই চেষ্টা করি না কেন, তোমার শ্বাস ধরতে পারি না। আমি এমনকি তোমার উত্তর অনুমান করতে পারি না। আমি তোমার পেছনের ছায়া রাখতে চাই। তোমার অসম পায়ের ছাপ বরাবর বহন করি। উল্কা আকাশ ভেদ করে, মিল্কিওয়ে সমুদ্রের তলদেশে প্রবাহিত হয়। তুমি কোথায় থাকবে? তোমার চোখে রহস্য ভালোবাসার মানে ছেড়ে দিয়ে আমার স্বপ্ন ভেঙ্গে আসে। তোমার ত্যাগের কবিতার আর কোন অর্থ নেই। আমি আর বিশ্বাস করি না, সেইসব তথাকথিত স্বপ্নে আবার তোমাকে খুঁজে পাওয়া যাবে”— বন্ধুরা, কথাগুলো লিউ মেইলিনের ‘জপ’ নামে গান থেকে নেওয়া।
গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদেরকে লিউ মেইলিনের অন্য একটি গান শোনাবো। গানের নাম ‘এক হাজার এবং এক রাত’।