লিউ মেইলিন
‘একদিন তুমিও চলে যাবে নীরবে। নিঃশব্দে অদৃশ্য হয়ে যাও গভীর সমুদ্রে বা কুয়াশায়। গল্পে, আমরা আমাদের দেহকে আলিঙ্গন করি, বাতাসের গান শুনি এবং অবশেষে সবকিছু ছাই হয়ে যাবে। আমি যতই চেষ্টা করি না কেন, তোমার শ্বাস ধরতে পারি না। আমি এমনকি তোমার উত্তর অনুমান করতে পারি না। আমি তোমার পেছনের ছায়া রাখতে চাই। তোমার অসম পায়ের ছাপ বরাবর বহন করি। উল্কা আকাশ ভেদ করে, মিল্কিওয়ে সমুদ্রের তলদেশে প্রবাহিত হয়। তুমি কোথায় থাকবে? তোমার চোখে রহস্য ভালোবাসার মানে ছেড়ে দিয়ে আমার স্বপ্ন ভেঙ্গে আসে। তোমার ত্যাগের কবিতার আর কোন অর্থ নেই। আমি আর বিশ্বাস করি না, সেইসব তথাকথিত স্বপ্নে আবার তোমাকে খুঁজে পাওয়া যাবে”— বন্ধুরা, কথাগুলো লিউ মেইলিনের ‘জপ’ নামে গান থেকে নেওয়া।
গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদেরকে লিউ মেইলিনের অন্য একটি গান শোনাবো। গানের নাম ‘এক হাজার এবং এক রাত’।