‘গানের মধ্যে স্মৃতি’
বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী চুয়াং সিন ইয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।
চুয়াং সিন ইয়ানের ইংরেজি নাম এডা। ১৯৯৩ সালের ৯ জানুয়ারি চুয়াং সিন ইয়ান চীনের কুয়াংতুং প্রদেশের লুফেং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের সংগীত মহলের খুব বিখ্যাত একজন গায়িকা।
২০১২ সালের ২৯ অক্টোবর, চুয়াং সিন ইয়ানের প্রথম গান ‘এক হাজার অনিচ্ছা’ প্রকাশ পায়। এই গান প্রকাশের মাধ্যমে তিনি আনুষ্ঠনিকভাবে সংগীত মহলে যোগ দেন। ২০১৩ সালের ১৫ জানুয়ারি, চীনের একটি অনলাইন সংগীত ওয়েবসাইট আয়োজিত সংগীত প্রতিযোগিতায় চুয়াং সিন ইয়ান দ্বিতীয় পুরস্কার পান।
বন্ধুরা, এখন শুনুন চুয়াং সিন ইয়ানের গান ‘বাতাসের গ্রীষ্মকাল’। গানের কথায় বলা হয়, পৃথিবীটা একটা বিচরণ থিয়েটারের মতো। কোলাহলপূর্ণ এলকায় আমরা আবার দেখা করব এবং প্রতিটি পাহাড়ের মধ্য দিয়ে হাত ধরে হাঁটবো। তোমার হাসি মৃদু রোদ লুকিয়ে রাখে। বাতাসের গ্রীষ্মে, আমার মুখে আলো জ্বলে। তুমি যা বলতে চাও, কাগজের ঘুড়িতে লিখে রাখো। একটি উজ্জ্বল রাত আমাদের দূরবর্তী স্থানে নিয়ে যায়। প্রতি মুহূর্তে আমাদের দেখা হয় বা আলাদা হয়। আমরা কখনই আফসোস করব না। নির্দোষভাবে গান গাই। সবার ইচ্ছার গান।
বন্ধুরা, এখন শুনুন চুয়াং সিন ইয়ানের গান ‘গানের মধ্যে স্মৃতি’। গানের কথাগুলো এমন: অর্ধচন্দ্র মেঘের আড়ালে লুকিয়ে আছে আমার শহরে। সময়ের গল্প শৈশবের ছাপ রেখে যায়। উঁচু উপত্যকার স্তুপ থেকে একটি সেরেনাড ভাসছে। তোমার কথা ভেবে আকুল আকাঙ্ক্ষার জানালা কে খুলে দিল। মার্চ মাসের গুঁড়ি গুঁড়ি মিষ্টির ছোঁয়া নিয়ে আসে। শহরের চাঁদনী রাতও বলে যে আমি তোমাকে সত্যিই মিস করি। যখন গার্ডেনিয়া ফুল ফোটে, তুমি কি কখনও রান্নাঘর থেকে ধোঁয়া ওঠার স্বপ্ন দেখো? যে তারার নদী বয়ে আমাকে জড়িয়ে ধরে।
বন্ধুরা, এখন শুনুন চাং সিন ইয়ানের গান ‘ভুল ভালোবাসা’। গানের কথাগুলো এমন: সাধারণ, আমি শুধু সাধারণ হতে চাই। যাও একটা প্রেমের সম্পর্ক আছে। সহজ, এটা যে সহজ। কেন তুমি এটা করতে পারবে না। তুমি পাত্তা দাও না। তুমি কখনই পাত্তা দেও না আমি সুখী ও দুঃখিত।
আচ্ছা, শুনুন গানটি।
বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো চুং সিন ইয়ানের আরেকটি গান, গানের নাম ‘হবে না’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চুয়াং সিন ইয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।