‘গানের মধ্যে স্মৃতি’
বন্ধুরা, এখন শুনুন চাং সিন ইয়ানের গান ‘ভুল ভালোবাসা’। গানের কথাগুলো এমন: সাধারণ, আমি শুধু সাধারণ হতে চাই। যাও একটা প্রেমের সম্পর্ক আছে। সহজ, এটা যে সহজ। কেন তুমি এটা করতে পারবে না। তুমি পাত্তা দাও না। তুমি কখনই পাত্তা দেও না আমি সুখী ও দুঃখিত।
আচ্ছা, শুনুন গানটি।
বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো চুং সিন ইয়ানের আরেকটি গান, গানের নাম ‘হবে না’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চুয়াং সিন ইয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।