‘কিস কিস’
সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সংগীতানুষ্ঠান ‘তোমার জন্য গান’। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।
বন্ধুরা, আপনারা শুনছিলেন হুয়াং লেই’র কন্ঠে ‘বাবা কোথায় গেছেন?’ শীর্ষক গান। হুয়াং লেই’র অভিনীত টিভি সিরিজগুলো খুবই জনপ্রিয়। ২০০৪ সালে তিনি নিজের লেখা রচনাসমগ্র প্রকাশ করেন। ২০০৬ সালে তিনি নাটকে অভিনয় করেন। ২০১১ সালে তিনি প্রথম এশিয়া রেইনবো শ্রেষ্ঠ পুরুষ কৌতুক অভিনেতার পুরস্কার লাভ করেন। এরপর তিনি বিভিন্ন টিভি শো-তে অংশ নেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘হৃদয় জ্বলছে’ শীর্ষক গান। গানটি ২০১৭ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, আপনারা শুনছিলেন হুয়াং লেই’র কন্ঠে ‘হৃদয় জ্বলছে’ শীর্ষক গান। ২০১৯ সালের ২০ অগাষ্ট চীনের ফোর্বস সেলিব্রিটি তালিকায় হুয়াং লেই-এর অবস্থান ছিল ৬৩তম। ১৯৭৭ সালে ৬ বছর বয়সী হুয়াং লেই চিয়াংসি প্রদেশের নাটকদলের নাটকে অভিনয় করেন। ১৯৭৮ সালে সাত বছর বয়সী হুয়াং লেই বাবা-মা’র সঙ্গে বেইজিংয়ে স্থানান্তরিত হন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘আমি জানিনা বাতাস কোন দিকে বইছে’ শীর্ষক গান। গানটি একটি টিভি সিরিজের থিম সং। চলুন, আমরা গানটি শুনবো।
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।