বাংলা

‘আমিও বিশ্বাস করি’

CMGPublished: 2024-07-20 18:43:43
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী ওয়াং সু লংয়ের কন্ঠে ‘আমিও বিশ্বাস করি’ শীর্ষক গান। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে ওয়াং সু লংয়ের পরিচয় দেবো। তিনি ১৯৮৯ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি শেনইয়াং মিউজিক একাডেমি'র সুর রচনা বিভাগ থেকে স্নাতক হন। তিনি একজন কন্ঠশিল্পী ও সংগীত-প্রযোজক। ২০১০ সালের মে মাসে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। নভেম্বর মাসে তিনি প্রথম ইপি প্রকাশ করেন। ২০১২ সালের অগাষ্ট মাসে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। প্রথমে শোনাবো ওয়াং সু লং ও সিনচিয়াংয়ের নারী কন্ঠশিল্পী দিলরাবা'র দ্বৈত কন্ঠে গান 'শুধুমাত্র'। গানটি গত ২৩শে জানুয়ারি রিলিজ হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ওয়াং সু লংয়ের কন্ঠে 'নিরবচ্ছিন্ন ভালোবাসা' শীর্ষক গান। ২০১৬ সালের অগাষ্ট মাসে তিনি খুবই জনপ্রিয় চলচ্চিত্রের থিম সং রচনা করেন এবং তাতে কন্ঠ দেন। সেপ্টেম্বরে তিনি বেইজিংয়ে নিজের কনসার্ট আয়োজন করেন। ২০১৭ সালের এপ্রিল মাসে তিনি নিজের পঞ্চম অ্যালবাম প্রকাশ করেন। নভেম্বর মাস থেকে তিনি টিভি শো-র স্থায়ী অতিথি হিসেবে কাজ শুরু করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে '' শীর্ষক গান। গানটি ২০২২ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ওয়াং সু লংয়ের কন্ঠে '' শীর্ষক গান। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে তিনি চলচ্চিত্রের জন্য থিম সং রচনা করেন। সেপ্টেম্বর মাসে তিনি ষষ্ঠ অ্যালবাম প্রকাশ করেন। ২০১৯ সালের ১৭ অক্টোবর তিনি ফোর্বসের ‘চীনের ৩০ বছরের কম বয়সী বিশিষ্ট ব্যক্তি’ তালিকায় অন্তর্ভুক্ত হন। ওয়াং সু লং লিয়াওনিং প্রদেশের শেনইয়াং শহরের একটি শিল্পী-পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে সংগীতে তাঁর আগ্রহ ছিল। এখন শোনাবো তাঁর কন্ঠে 'ছোট তারকা' শীর্ষক গান। গানটি ২০১০ সালে রিলিজ হয়। চলুন, আমরা গানটি শুনবো।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn