বাংলা

‘আকাঙ্ক্ষা’

CMGPublished: 2024-07-19 18:07:51
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং জিং সুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

চাং জিং সুয়ান, ১৯৮১ সালের ১ ফেব্রুয়ারি চীনের কুয়াংতুং প্রদেশের কুয়াংচৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী ও গীতিকার। তিনি একই সঙ্গে একজন অভিনেতাও বটে।

২০০১ সালে চাং জিং সুয়ানের প্রথম গান ‘হিন্টস ফার্স্ট’ প্রকাশিত হয়। ২০২২ সালে চাং চিং সুয়ান সঙ্গীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। এরপর তিনি নিজের প্রথম অ্যালবাম ‘মাই ওয়েই’ প্রকাশ করেছেন। ২০০৬ সালে চাং জিং সুয়ান হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে অ্যালবাম প্রকাশ করতে শুরু করেন।

বন্ধুরা, এখন শুনুন চাং জিং সুয়ানের গান ‘মাই ওয়েই’। গানের কথাগুলো এমন: সবসময় আশা করছি, অপেক্ষা করছি, মা ও বাবা আমার একমাত্র আদর্শ। ১৯৮১ সালের ফেব্রুয়ারির প্রথম দিন, আমি প্রথমবার তাদের দিকে চোখ বুলিয়ে নিলাম। কত কাল অপেক্ষা করছে দ্রুত পার হওয়ার জন্য? আমি আশা করি এই শিশুটি দ্রুত বড় হবে। তোমার শরীর সুস্থ রাখো এবং সবকিছু তোমার ইচ্ছামত হবে।

বন্ধুরা, এখন শুনুন চাং জিং সুয়ানের গান ‘আকাঙ্ক্ষা’। গানের কথাগুলো এমন: তুমি বিদায় জানাবে, তা শোনার পর আমি নিজের চোখের জল ফেলি। আমি খুব মনোযোগী ও একনিষ্ঠ, কার জন্য? তুমি সবসময় বলবে যে, তোমার কাউকে খুব বেশি পাত্তা দিতে হবে না, এটি তোমাকে আরও বেশি ক্লান্ত করে তুলবে। প্রতিদিন ঘুম থেকে উঠে নিজেকে বলি তোমাকে কম ভালোবাসি। যাতে আমি চলে যাওয়ার দিন আরও ভাল অনুভব করতে পারি। কিন্তু একদিন তোমায় না দেখে রাতে অনেকবার তোমায় স্বপ্নে দেখি। যখন আমি জেগে উঠি, আমি বুঝতে পারি যে তুমি আর পাশে নেই।

বন্ধুরা, এখন শুনুন চাং জিং সুয়ানের গান ‘অতি ভালোবাসি’। গানের কথাগুলো এমন: আমি তোমাকে যতই বিরক্ত করি না কেন, তুমি বলো আমি বুঝি। আমার সাথে থাকা মরার মত, কোন মজা নেই, আমি আগে না এখন কে? তোমার মত সঙ্গী আগের রাতে আমরা একসাথে শুয়েছিলাম, কিন্তু তোমার লজ্জা নেই। তুমি সত্য বলে শাস্তি পেতে ভয় পাও। কেন এটি ব্যবহার করা হয়েছিল তা পুরোপুরি ভুলে যাও।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো চাং জিং সুয়ানের আরেকটি গান, গানের নাম ‘মেয়ের প্রার্থনা’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী শুয়েই জি ছিয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn