বাংলা

‘অন্যকে ভালোবাসে সে মানুষ’

CMGPublished: 2024-07-16 19:13:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী চেং ইউয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

চেং ইউয়ান, ১৯৮২ সালের ২ নভেম্বর চীনের কুয়াংতুং প্রদেশের ইয়াং চিয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষার সংগীত মহলের একজন পুরুষ কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার। তিনি একই সঙ্গে বেইজিং অপেরা ইন্সটিটিউটের সংগীতের অধ্যাপক।

১৯৯৮ সালে চেং ইউয়ান ‘ছেলের মনের কথা’ নামে গানটি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন। ২০০৫ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘সত্যি মনোযোগ দিয়ে তোমাকে ভালোবাসি’ প্রকাশিত হয়। এর মধ্যে ‘দশ হাজার যুক্তি’ তাঁর প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়। সেই বছর তিনি চায়না মিডিয়া গ্রুপের নির্বাচিত ২০০৫ সালের শ্রেষ্ঠ নতুন কণ্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন।

বন্ধুরা, এখন শুনুন চেং ইউয়ানের কণ্ঠে ‘অন্যকে ভালোবাসে সে মানুষ’। গানের কথাগুলো এমন: তোমার পারফিউমের শ্বাস নিই। এত পরিচিত তবুও অদ্ভুত। অত্যধিক ধূলিকণা দ্বারা দূষিত। ভালোবাসা নাকি ঘৃণা তা বলতে পারবো না। তোমার ঝাপসা চোখে দুলছে। ঘূর্ণিতে ভাসছে। আমি হাল ছেড়ে দিতে চাই কিন্তু পারছি না। নিথর হৃদয় আবার উষ্ণ হতে শুরু করে। ম্যাপেল পাতা তোমার জ্বলন্ত চুম্বন।

বন্ধুরা, এখন শুনুন চেং ইউয়ানের গান ‘প্রেমের জন্য থেকে যাই’। গানের কথাগুলো এমন: আমার কথা চিন্তা করছ? কাল রাতে কার কথা ভেবেছিলাম? তোমার হৃদয় কি এখনও শান্ত? কোন দ্বিধা বাকি আছে? হ্যালো তুমি কি এখনো আমাকে ভালোবাসো? গতকাল রাতে আমার হৃদয় ভেঙে গেছে। তুমি কি এখনো আমাকে তোমার হৃদয়ে রেখেছো? এখনও কি দীর্ঘস্থায়ী দ্বিধা আছে? এমনকি যদি তোমার দুঃখ বোধ করো, তবুও তুমি ভান করো। একা তোমার স্বর্গ খোঁজো।

বন্ধুরা, এখন শুনুন চেং ইউয়ানের গান ‘দশ হাজার যুক্তি’। গানের কথাগুলো এমন: ঠিক যখন সম্পর্কটি এমন পর্যায়ে পৌঁছায়, যেখানে তা সংরক্ষণ করা যায় না। যখন তুমি আবার চলে যাওয়ার সিদ্ধান্ত নাও, তুমি চাও আমি তোমাকে ফিরিয়ে দেবার কারণ খুঁজে বের করি। কিন্তু শেষ পর্যন্ত তোমাকে ছেড়ে দিলাম। তুমি বলেছিলে তুমি ভেঙে গেলে কাঁদবে না। সমাবেশ ও বিচ্ছেদের শেষ মুহূর্তে এবং যখন তুমি ভুলে যাওয়ার সিদ্ধান্ত নাও। আমি শেষ পরিবর্তন করার জন্য একটি অজুহাত খুঁজতে চাই।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাতে যাচ্ছি চেং ইউয়ানের আরেকটি গান। গানের নাম ‘সুখী প্রেমিকা’। আশা করি গানটি আপাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চেং ইউয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn