‘কে’

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।
বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী ছু স্যিয়াও বিন'র কন্ঠে ‘কে’ শীর্ষক গান। ছু স্যিয়াও বিন ১৯৯৩ সালের ২৮ সেপ্টেম্বরে জিয়াংসু প্রদেশের ছাংচৌ শহরে জন্মগ্রহণ করেন। ২০১৯ সালের ২৪ জানুয়ারি তিনি চীনা বৈশিষ্ট্যময় অ্যালবাম প্রকাশ করেন। প্রথমে শোনাবো তাঁর ও জিয়াংজিয়াংয়ের দ্বৈত কন্ঠে 'সত্যিই' শীর্ষক গান। জিয়াংজিয়াং-জিয়াং জিয়া জু গানটির সুর রচনা করেছেন এবং কথা লিখেছেন। গানটি ২০১৮ সালে রিলিজ হয়। গানটিতে বলা হয়েছে: ...আমাকে মনে আছে তার। সুখ বা অসুখ। একে গুরুত্ব দেবার কিছু নেই।
চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ছু স্যিয়াও বিন'র কন্ঠে 'উচিত' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'শান্ত' শীর্ষক গান শোনাবো। গানটিতে লেখা হয়েছে: আমি সবচেয়ে বেশি দেখতে চাই তোমার হাসি। আমার চোখে তুমি শ্রেষ্ঠ। আমার ভালোবাসা শান্ত, কিন্তু আমি খুবই ভীরু। আমি শুধু তোমাকে হাসতে দেখতে পারি। কী করতে পারি আমি? তুমি আমাকে আলিঙ্গন করেছিলে। তখন গোটা বিশ্ব স্থির হয়ে গিয়েছিল। মাত্র হৃত্স্পন্দন শোনা যাচ্ছিল। তখন তুমি শুধু আমার ছিলে।
চলুন, শুনি সুন্দর এ গান।
বন্ধুরা, শুনছিলেন ছু স্যিয়াও বিন'র কন্ঠে 'শান্ত' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'মিস করার দুঃখ' শীর্ষক গান। গানটি ২০১৮ সালের ১৬ জুন মাসে প্রকাশিত হয়। গানটির সুর প্রাচীনকালের চীনা সংগীতের বৈশিষ্ট্যময়। গানটি একই বছরের ২৯ নভেম্বরে এশিয়া সংগীত অনুষ্ঠানে বার্ষিক শ্রেষ্ঠ দশটি সংগীতের তালিকায় অন্তর্ভুক্ত হয়। প্রথম গেয়েছেন কন্ঠশিল্পী লি ইউয়ান চিয়ে। আশা করি, আপনারা ছু স্যিয়াও বিন'র কন্ঠে গানটি পছন্দ করবেন।
